Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

লেখাপড়া ছেড়ে টমেটো চাষ নিজ জমিতে বাম্পার ফলন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

লেখাপড়া ছেড়ে টমেটো চাষ নিজ জমিতে বাম্পার ফলন

বছরজুড়ে কৃষকেরা প্রধানত ধান ও গম চাষে সম্পৃক্ত থাকেন। অনেকে ভালো ফলন ও দামের আশায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আগাম জাতের সবজিগুলো চাষ করেন। আবার শীত এলে বিভিন্ন সবজি চাষ নিয়ে ব্যস্ততা বাড়তে থাকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কৃষকদের। তেমনি চলতি মৌসুমেও কৃষকেরা চাষ করছেন শীতকালীন সবজি টমেটো।

উপজেলার সদর ইউনিয়নের হাট সাজাপুর গ্রামের টমেটোচাষি আহসান হাবীব। তিনি বলেন, ‘অভাব-অনটনের সংসারে হাল ধরতে গিয়ে লেখাপড়া ছেড়ে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। কয়েক বছর ধরে অন্যের জমি লিজ নিয়ে টমেটো চাষ করে লাভবান হয়েছি।’

চলতি মৌসুমে নিজের ১৩ শতাংশ জমিতে মিন্টু জাতের টমেটো চাষের জন্য মাটি উপযুক্ত করেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শে গত ভাদ্র মাসে মাঝামাঝি সময় বীজ বপন করেন। আর কার্তিক মাস থেকেই সেই টমেটো বিক্রি শুরু করেন। বাজার ভালো থাকায় জমি থেকেই ৪৫-৫০ টাকা দরে টমেটো পাইকারি বিক্রি হচ্ছে।

আহসান হাবীবের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, জমি প্রস্তুত, সার, বীজ, ওষুধ ও পরিচর্যা বাবদ ২৫-৩০ হাজার টাকা খরচ হয়েছে এতে। এখন পর্যন্ত ৮০ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। আবহাওয়া ভালো থাকায় টমেটোতে যেন উৎপাদনের জোয়ার এসেছে। ভালো দাম ও উচ্চ ফলন হওয়ায় আশা করছেন চলতি মৌসুমে সব খরচ বাদে ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভ করা সম্ভব।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই অঞ্চলের কৃষকেরা আগাম এবং উচ্চফলনশীল জাতের টমেটোর মধ্যে মিন্টু, রংধনু ও সফল নামের জাতগুলো রোপণে বেশ আগ্রহী।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কৃষকদের সার, বীজ এবং পরামর্শের পাশাপাশি তাঁদের তদারকির জন্য মাঠপর্যায়ে নিয়োজিত টিম সার্বক্ষণিক প্রস্তুত আছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ