বগুড়ায় অবৈধভাবে পাখি সংরক্ষণ করায় একজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় চার প্রজাতির ৩১৪টি পাখি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সকালে পাখিগুলো অবমুক্ত করা হয়।
এর আগে সোমবার রাত পৌনে ৯টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। পরবর্তী সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুমন জিহাদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত পাখি সংরক্ষণকারীর নাম আতোয়ার আলী সাকিদার (৫২)। তিনি উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
উদ্ধার করা পাখিগুলোর মধ্যে রয়েছে, ১৪০টি ফুলমাথা টিয়া, ৪০টি লাল মাথা টিয়া, ৫০টি তিলা মুনিয়া পাখি ও ৮৪টি দেশি চাদি ঠোঁট মুনিয়া পাখি।
পুলিশ জানায়, অবৈধভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘ ৯-১০ বছর পাখি ধরে বিক্রি করে আসছিলেন আতোয়ার আলী।