সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ ইউনিয়নে কর্মরত ৭৮ জন গ্রামপুলিশ পেলেন বাইসাইকেল। এ ছাড়া সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন ও সহায়তা কেন্দ্রের হুইলচেয়ার পেলেন ১০ জন প্রতিবন্ধী।
গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনিক ভবনে বাইসাইকেল ও হুইলচেয়ার উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস প্রমুখ।