হোম > ছাপা সংস্করণ

নারী শিক্ষককে মারধর প্রধান শিক্ষক গ্রেপ্তার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি চাওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের হাতে নারী সহকারী শিক্ষক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাটকিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাহবুবুল হককে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠিয়েছে পুলিশ।

মারধরের ঘটনায় পাটকিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিমা খাতুন গত ৯ জানুয়ারি সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বালিয়াকান্দি থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি অভিযোগে বলেন, গত ৬ জানুয়ারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাহবুবুল হকের কাছে তাঁর সাবেক প্রধান শিক্ষক মুকুল কুমার সাহার বাবার শ্রাদ্ধ উপলক্ষে ৮ জানুয়ারি বেলা ১১টায় বিদ্যালয় ত্যাগ করার অনুমতি চান। পরে ৮ জানুয়ারি সকাল ৯টার দিকে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে বেলা ১১টায় বিদ্যালয় ত্যাগ করার অনুমতি চান। প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে জানান, বেলা ১টার আগে বিদ্যালয় ত্যাগ করা যাবে না।

গত ৬ জানুয়ারি বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন বলে মনে করিয়ে দিলে তাঁর চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেন এবং পায়ের জুতা খুলে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন সুলতানা ও পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসার পিয়ন গিয়ে তাঁকে উদ্ধার করেন। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন