বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছরের সেপ্টেম্বরে ‘ছায়াবাজ’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করতে বাংলাদেশে এসেছিলেন পশ্চিমবঙ্গের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
কক্সবাজারে প্রথম দিনের শুটিং শেষেই পরিচালক ও প্রযোজকের সঙ্গে কলহে জড়িয়ে পড়েন নায়িকা। পরিচালক তাজু কামরুল শুটিং স্থগিত করে টিম নিয়ে ঢাকায় ফিরলেও জায়েদ-সায়ন্তিকা আসেন পরের দিন। সেই ঘটনার জের ধরে জায়েদের সঙ্গে সায়ন্তিকার প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। সিনেমার কাজ শেষ না করেই কলকাতা ফিরে যান সায়ন্তিকা। এর পর থেকে ঝুলে আছে ছায়াবাজ সিনেমার ভবিষ্যৎ। বছর না ঘুরতে আবার পশ্চিমবঙ্গের নায়িকার সঙ্গে কাজ করার খবর দিলেন জায়েদ খান। সায়ন্তিকার পর এবার জায়েদের নায়িকা হচ্ছেন পূজা ব্যানার্জি।
গত বৃহস্পতিবার মধ্যরাতে পূজা ও নিজের কোলাজ করা ছবি ফেসবুকে শেয়ার করে জায়েদ খান লেখেন, ‘বিড়ি খাইলে হয় ক্যানসার, সব প্রশ্নের থাকে না অ্যানসার।’ হ্যাশট্যাগ দিয়ে লেখেন, বিগ অ্যানাউন্সমেন্ট, স্টে টিউন, লোডিং। একই সময়ে একই ছবি ও লেখা পোস্ট দিয়েছেন পূজা।
পূজার সঙ্গে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেও সিনেমাটি নিয়ে কথা বলতে চান না জায়েদ। জানালেন, সিনেমা নিয়ে বিস্তারিত জানানো হবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। জায়েদ বলেন, ‘সিনেমার সবকিছু চূড়ান্ত। পূজা ছাড়া আরও চমক থাকছে। বিগ ধামাকা আসছে। সিনেমার নাম এবং প্রযোজনা প্রতিষ্ঠানের নাম এখনই বলতে চাইছি না। সময় হলেই জানাব।’
টালিউডের ‘চ্যালেঞ্জ’, ‘লাভেরিয়া’, ‘রকি’ সিনেমায় অভিনয় করেছেন পূজা। কাজ করেছেন বলিউড ও তেলুগু সিনেমাতেও। এ ছাড়া বেশ কিছু হিন্দি সিরিয়ালেও দেখা গেছে পূজাকে। এবার জায়েদের সঙ্গে জুটি বেঁধে কতটা পর্দা রাঙাবেন, নাকি সায়ন্তিকার মতো অবস্থা হবে, সেটাই দেখার পালা।
এদিকে এক যুগ পর ঈদে মুক্তির অপেক্ষায় জায়েদ খানের সিনেমা। ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে জায়েদ অভিনীত ‘সোনার চর’। জাহিদ হোসেনের পরিচালনায় এতে বীর মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে তাঁকে। জায়েদ এখন সেই সিনেমার প্রচারে ব্যস্ত।