দিঘলিয়ায় পিস্তল ও গুলিসহ তিনজনকে আটক করেছে র্যাব-৬। গত বৃহস্পতিবার সকালে গাজীরহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভেতরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি ইস্পাতের চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার বুলু মোল্লা (৪০), আবুল কালাম আজাদ ওরফে কালাম শেখ (২৪) ও খবির মোল্লা (৪৮)। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, গত বৃহস্পতিবার সকাল র্যাব-৬ এর একটি দল জানতে পারে গাজীরহাট ইউপি কমপ্লেক্স ভবনের ভেতরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। র্যাবের ওই দলটি রুমের ভেতর অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
আটকের পর তাঁদের দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয় ও তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।