হোম > ছাপা সংস্করণ

পরিণীতির পরিণয়

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া একবার বলেছিলেন, রাজনীতিবিদের সঙ্গে কখনোই মালাবদল করবেন না তিনি। কিন্তু কথায় আছে, ‘ভাগ্যের লিখন না যায় খণ্ডন’। ভাগ্য যে তাঁকে সেদিকেই নিয়ে যাবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি অভিনেত্রী। বলিউড অঙ্গনে ভারতীয় আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতির প্রেমের খবর নতুন নয়। গত ১৩ মে তাঁরা বাগ্দানও সেরেছেন। গুঞ্জন ছিল, এ বছরের অক্টোবরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন পরিণীতি। তবে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে চান না তিনি। ২৫ সেপ্টেম্বর রাঘব চাড্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন পরিণীতি। চার হাত এক করতে এর মাঝেই শুরু হয়ে গেছে দুই পরিবারের ব্যস্ততা।

ভারতের রাজস্থানে হবে পরিণীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠান। উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’ হোটেলেই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। ইতিমধ্যে বুকিং দিয়ে রেখেছেন হোটেলটি। তবে এ নিয়ে মুখ খোলেননি পরিণীতি-রাঘব। ধারণা করা হচ্ছে, চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়ার মতো বিয়ের অনুষ্ঠান সাজাতে চান পরিণীতি। তাই রাজস্থানের মাটিতেই চার হাত এক করতে চান তিনি।

মোট তিনটি শহরে রিসেপশন পার্টির পরিকল্পনা আছে যুগলের। রাঘব চাড্ডার জন্ম দিল্লিতে। তাই রাঘবের আত্মীয়-পরিজন নিয়ে সেখানে হবে একটি রিসেপশন। আবার বলিউড অভিনেত্রীর বিয়ে বলে কথা, মুম্বাইয়ে থাকছে একটি রিসেপশন পার্টি। সেই সঙ্গে শোনা যাচ্ছে, চণ্ডীগড়ে আয়োজন করা হতে পারে একটি অনুষ্ঠানের। বিয়ের আয়োজন নিয়ে এর মাঝেই কাজ শুরু করে দিয়েছে পরিণীতির টিম। সবকিছু ঠিক থাকলে ধুমধাম আয়োজনের মধ্য দিয়েই পরিণীতির প্রণয় গড়াবে পরিণয়ে।

গত মাসে দিল্লির কাপুরথালা হাউসে পারিবারিকভাবে আংটিবদল হয়েছে পরিণীতি ও রাঘবের। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বোন প্রিয়াঙ্কাও। রাজনীতিবিদ রাঘবের সঙ্গে পরিণীতি চোপড়ার বন্ধুত্ব কলেজ থেকেই। একসঙ্গে লন্ডনে পড়াশোনা করেছেন তাঁরা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন