স্মার্ট টিভি মানেই এলইডি কিংবা এলসিডির স্ক্রিন আর খবর, সিনেমা, নাটকের পাশাপাশি ওটিটি বিভিন্ন প্ল্যাটফর্মের কনটেন্ট, ইউটিউব ভিডিও, ভিডিও কলিং, অনলাইন গেম, ফেসবুক ব্যবহারের সুযোগ। ডিভাইস যত স্মার্ট তার যত্ন-আত্তিও ততই সূক্ষ্ম। ফলে ভুল নিয়মে টিভি পরিষ্কার করতে গিয়ে তার ক্ষতি করে বসবেন না।
যা করবেন