Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রায়পুরায় মসলার বাজারে ভিড়, দামও বেশি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরায় মসলার বাজারে  ভিড়, দামও বেশি

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির জন্য পশুর হাটের পাশাপাশি সারা দেশের মতো নরসিংদীর রায়পুরায় জমে উঠেছে মসলার বাজার। উপজেলার বিভিন্ন বাজারে চলছে মসলার বেচাকেনা। মসলা বিক্রেতারা বলছেন, সারা বছর মসলার বাজারে এমন ভিড় না থাকলেও ঈদুল আজহায় মাংস বেশি রান্না হয় বলে মসলার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তাই প্রতি বছর এ সময় তাঁদের আয়ও ভালো হয়।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, মসলার বাজারে মানুষের ভিড়। প্রতিটি হাটে মসলার স্থায়ী দোকানের পাশাপাশি ফুটপাতে বসেছে অনেক অস্থায়ী দোকান। জিরা, দারুচিনি, এলাচি, গোলমরিচ, লবঙ্গ, আদা, রসুন, পেঁয়াজ ও শুকনা মরিচ কিনতে দরদাম করছেন ক্রেতারা।

শ্রীরামপুর বাজারে মসলা কিনতে আসা মজনু, সালাম, কপিল, সালমানসহ অনেকে জানান, গত বছরের তুলনায় এ বছর মসলার দাম একটু বেশি। এ বছর জিরা, লবঙ্গ, এলাচি, দারুচিনিসহ বেশ কিছু মসলার দাম বেশি। তবুও কিনতে হচ্ছে।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারেও মসলার দাম বেড়েছে।

ব্যবসায়ী কামাল হোসেন বলেন, গত বছরের চেয়ে কিছু মসলার দাম এবার কম, আবার কিছু মসলার দাম বেশি। যেমন এবার এলাচি, জিরা, দারুচিনির দাম খানিকটা বেশি।

ব্যবসায়ী আবদুল বাছেদ বলেন, ‘আমরা বেশি দামে কিনে আনছি, তাই বেশি দামে বিক্রি করছি। তবে যেগুলোর দাম কম আছে, আমরা সেগুলো কম দামেই বিক্রি করছি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ