Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভাঙনের মুখে নদীর তিন কিমি এলাকা

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম

ভাঙনের মুখে নদীর তিন কিমি এলাকা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজার রক্ষার কাজ শুরু হলেও ভাঙনের হুমকিতে রয়েছে তিন কিলোমিটার এলাকা। এতে ব্রহ্মপুত্র নদ ও ধরলা নদীতীরের বাসিন্দারা আতঙ্কে দিন পার করছেন।

জানা গেছে, ব্রহ্মপুত্রের ভাঙন থেকে মোল্লারহাট বাজার রক্ষায় কোটি টাকা ব্যয়ে জরুরি প্রতিরক্ষা কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ইতিমধ্যে বাজারের পূর্বপাশে নদের তীরে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানো হয়েছে। ফলে হুমকিতে থাকা ঐতিহ্যবাহী এই বাজার আপাতত ভাঙনের কবল থেকে রক্ষা পাচ্ছে বলে জানিয়েছে পাউবো। আপাতত বাজারটি রক্ষায় জরুরি প্রতিরক্ষা কাজের অনুমোদন পাওয়া গেছে, তবে এখনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি বলে জানিয়েছে পাউবো।

পাউবো জানায়, প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১৫০ মিটার জরুরি প্রতিরক্ষা কাজ শুরু হয়েছে। বালুভর্তি জিও ব্যাগ দিয়ে ভাঙন প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। কিছু জিও ব্যাগ ডাম্পিংও করা হচ্ছে। ফলে আপাতত বাজারটি ব্রহ্মপুত্রের গ্রাসে বিলীন হওয়া থেকে রক্ষা পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ভাঙনে ভিটে হারাতে বসেছেন মোল্লারহাটের বাসিন্দা জমর উদ্দিন-আছিয়া দম্পতি। ব্রহ্মপুত্র এখন তাঁদের ঘরের আঙিনায়। ঘর সরিয়ে নিয়ে অন্যত্র বসতি গড়বেন, ওই সামর্থ্য তাঁদের নেই। এখন তাঁরা আতঙ্কে দিনাতিপাত করছেন।

জমর উদ্দিন বলেন, ‘ভিটার অর্ধেক গেইছে। বাকি অর্ধেক রক্ষা না হইলে ফতুর হয়া যামো। সরকার হামাক না দেখলে কার কাছত যামো!’

ওই এলাকায় জমর উদ্দিন-আছিয়া দম্পতি একা নন, শতাধিক পরিবারের আঙিনায় চোখ রাঙাচ্ছে আগ্রাসী ব্রহ্মপুত্র। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভিটে হারিয়ে নিঃস্ব হবে।

বেগমগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সফিকুল ইসলাম জানান, তাঁর ওয়ার্ডের একদিকে ব্রহ্মপুত্র আরেক দিকে ধরলার ভাঙন চলছে। ভাঙনের ঝুঁকিতে আছে ইউপির সরকারপাড়ার বেগম নুরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুলসহ বন্যা আশ্রয়কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, ঘরবাড়ি।

বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের লোকজন ৪ জুন ভাঙন এলাকা পরিদর্শন করে গেছেন। তাঁরা ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

কুড়িগ্রামে পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বেগমগঞ্জ ইউনিয়নের বসতি ও স্থাপনাসহ প্রায় তিন কিলোমিটার এলাকা ভাঙনঝুঁকিতে রয়েছে। আপাতত মোল্লারহাট বাজারটি রক্ষায় প্রতিরক্ষামূলক কাজ চলমান রয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ