নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় ডাকাতির প্রস্তুতির সময় আটজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া নামক স্থান থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, বড় দুটি ট্যাবের বান্ডিল, রামদা, ছুরি, হাতুড়িসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার ভবুকদিয়া গ্রামের ছলেমান মুন্সি (৪৫), শরিফুল শিকদার (২৪), জেলা শহরের শোভারামপুর এলাকার সেলিম বিশ্বাস (৩১), জনি শেখ (২৫), রায়হান বিশ্বাস (২৫), জেলা সদরের রঘুনন্দনপুর এলাকার শাহিন খান (৩২), ইয়াছিন মণ্ডল (২২) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের হেমায়েত কাজী (৪০)।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন বলেন, ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের আটজন সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করে গতকাল সকালে আদালতে পাঠানো হয়েছে।