ড্রয়ারে নেলপলিশ জমাট বেঁধেছে? পড়েছে তরল পরত? জেনে নিন নেলপলিশ ভালো রাখার দারুণ কিছু উপায়।
নেলপলিশের বোতল থেকে তুলি বের করে নখে ব্যবহারের সময় বোতলের মুখে কাগজ দিয়ে চেপে রাখুন। এতে করে বোতলের ভেতর বাতাস ঢুকবে না। ব্যবহার শেষে ভালো করে বোতলের মুখ আটকে রাখুন।
নেলপলিশের বোতল ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখুন। ফ্রিজ বা আলমারিতেও রাখতে পারেন।
নেলপলিশের বোতল সব সময় দাঁড় করে রাখা উচিত। কাত করে রাখলে নেলপলিশের ওপর পানির মতো স্তর উঠে আসে।
এক সপ্তাহ পর পর নেলপলিশের বোতল ঝাঁকিয়ে নিন। এতে দীর্ঘদিন ভালো থাকবে।
নেলপলিশের বোতলের মুখ সব সময় কটনবাড দিয়ে মুছে রাখুন। কটনবাডে একটু নেলপলিশ রিমুভার লাগিয়ে নিলে পরিষ্কার করা সহজ হবে।