Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

হিলি স্থলবন্দরে ট্রাকের চাপ

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

হিলি স্থলবন্দরে ট্রাকের চাপ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুর্গাপূজা উপলক্ষে আজ সোমবার থেকে টানা ছয় দিনের জন্য বন্ধ হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বন্ধের আগের দিন গতকাল রোববার হিলি স্থলবন্দরে ছিল ট্রাকের অতিরিক্ত চাপ। সকাল থেকে ভারত থেকে গাড়ি প্রবেশ শুরু করে, দুপুরের পর ট্রাকের চাপে বন্দরের প্রধান রাস্তায় যানজট তৈরি হয়।

পণ্যবাহী গাড়িগুলোকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বন্দরের ভেতরে প্রচুর গাড়ি থাকায় আমদানি করা পণ্যের অনেক গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। বাধ্য হয়ে ট্রাকগুলোকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়।

ব্যবসায়ীরা জানান, পানামা পোর্টের সুষ্ঠু তদারকির অভাবে আমদানি করা পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে সময়মতো প্রবেশ করতে পারছে না। এজন্য ভারতীয় ব্যবসায়ীরা গাড়ি পাঠানোর পরও দেশে ব্যবসায়ীরা মাল নিতে পারছেন না। এতে তাঁদের বাড়তি টাকা গুনতে হবে কিছুদিনের জন্য। এর প্রভাব পড়বে পণ্যের ওপর।

জানা যায়, হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ১৩০ থেকে ১৪০টি গাড়িতে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়। গতকাল বন্ধের আগের দিন হওয়ায় প্রায় দুই শতাধিক পণ্যবাহী গাড়ি দেশে প্রবেশ করে। এর মধ্যে প্রায় ৪০টি ট্রাক পেঁয়াজ ও ৫২টি গাড়ি চালের ছিল।

ব্যবসায়ীদের মতে, সরকারের পক্ষ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ভারত থেকে চাল আমদানির অনুমতি রয়েছে। রোববারের মধ্যে বন্দর দিয়ে চাল আমদানি করতে না পারলে ১৬ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এতে তাঁরা ক্ষতির শিকার হবেন। এখন পর্যন্ত শত শত চালের গাড়ি ভারত অভ্যন্তরে আটকে রয়েছে বলে জানান তাঁরা।

এর আগে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের জানিয়েছিলেন ১২ অক্টোবর থেকে তাদের দুর্গাপূজা শুরু হবে। এ জন্য রোববার দুপুর পর্যন্ত তারা ট্রাক দেবে। কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ ও কাঁচা মরিচের গাড়িসহ চাল আমদানির মেয়াদ শেষ হওয়ার কারণে রোববার সন্ধ্যা পর্যন্ত ট্রাক আসে। কিন্তু বন্দরে অব্যবস্থাপনার কারণে কিছু গাড়ি বন্দরে প্রবেশ করলেও বাকি গাড়ি রাস্তায় থেকে যায়। সেগুলো পর্যায়ক্রমে বন্দরে ঢোকানো হচ্ছে।

পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা প্রতাপ মল্লিক জানান, হঠাৎ বেশি ট্রাক ভারত থেকে প্রবেশের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

সন্ধ্যার পর বাংলাদেশি কিছু লোড ট্রাক বন্দর থেকে বের করে ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে ঢোকানো হবে। গতকাল প্রচুর পরিমাণে পেঁয়াজ ও চালের ট্রাক প্রবেশ করেছে বন্দরে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ