হোম > ছাপা সংস্করণ

একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে চঞ্চলের ‘পদাতিক’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর বায়োপিক বানিয়েছেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের এ টালিউড সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। এবার জানা গেল, পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশের হলেও দেখা যাবে পদাতিক। 

পদাতিক সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। গতকাল প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে পদাতিক মুক্তির ঘোষণা দেওয়া হয়। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে পদাতিক। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। পদাতিক আমদানির জন্য ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি আমরা। আশা করছি, শিগগিরই প্রয়োজনীয় অনুমতি পেয়ে যাব।’

পদাতিক প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন। এর আগে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘হুব্বা’ সিনেমাটিও বাংলাদেশে আমদানি করেছিল জাজ। হুগলির ডনখ্যাত হুব্বা শ্যামলকে নির্মিত সিনেমাটি পরিচালনা করেন ব্রাত্য বসু। নাম ভূমিকায় ছিলেন বাংলাদেশের মোশাররফ করিম।

পদাতিকে মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। মৃণাল সেনের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমার জীবনে কোনো চরিত্রের জন্য এত স্ট্রাগল করতে হয়নি। কারণ আমি যে ধরনের চরিত্রে অভিনয় করি, বা যেভাবে চরিত্র হয়ে উঠি; সেগুলো থেকে তো মৃণাল সেনের চরিত্র আলাদা। ওই মানুষটিকে হুবহু ধারণ করা তো সম্ভব নয়। আর দেখতে এক রকম হলেও তাতে কিছু যায় আসে না। হুবহু দেখতে অনেক মানুষ আছে। কিন্তু ভেতরের যে মৃণাল সেন, তাঁর যে ব্যক্তিত্ব; সেটা যদি আমি ফুটিয়ে তুলতে পারি, সেটাই সাফল্য।’

পদাতিক সিনেমার শুটিং শুরুর আগে বাবাকে হারান চঞ্চল। বাবা হারানোর শোক নিয়ে করেছিলেন শুটিং। চঞ্চল বলেন, ‘শুটিংয়ের সময় আমার ব্যক্তিগত ও পারিবারিক একটা দুঃসময় চলছিল। শুটিংয়ের আগে আগে আমার বাবা মারা যান। সেই শোক বুকে চেপে রেখে কাজটি করেছি। যদি কিছু পেরে থাকি, সেটার কৃতিত্ব পরিচালক সৃজিত মুখার্জির।’ 

মৃণালের এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী। গতকাল পদাতিকের নতুন পোস্টার প্রকাশ করে প্রযোজক ফিরদৌসুল হাসান জানিয়েছেন, পদাতিক মুক্তির ঠিক এক মাস আগে আগামীকাল প্রকাশ পাবে সিনেমার দ্বিতীয় গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাহানা বাজপেয়ি। এর আগে সনু নিগম ও অরিজিৎ সিংয়ের কণ্ঠে এসেছিল সিনেমার প্রথম গান ‘তু জিন্দা হ্যায়’।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন