চট্টগ্রামে পোশাকশ্রমিকদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নাসিরাবাদ ইউনি গার্মেন্টস কার্যালয়ে টিকাদান কার্যক্রম শুরু হয়।
অতিথি হিসেবে এর উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের ডিআইজি আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত।
বিজিএমইএর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দিনেই ১৩ হাজার পোশাকশ্রমিককে টিকা দেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় বিজিএমইএর সদস্যভুক্ত ৩৫০টি পোশাক শিল্পপ্রতিষ্ঠানের ৫ লাখ শ্রমিককে টিকা দেওয়া হবে।