শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বঙ্গোপসাগর থেকে অপহরণের চানদিন পরে সাত জেলেকে ছেড়ে দিয়েছেন জলদস্যুরা। গত মঙ্গলবার রাতে ছাড়া পাওয়া জেলেরা বর্তমানে কুয়াকাটা নৌ-পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
গতকাল বুধবার বাগেরহাট জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি এম সাইফুল ইসলাম খোকন জানান, গত শনিবার রাতে বঙ্গোপসাগরের কচিখালীর দক্ষিণে গাঙ্গের আইন এলাকা থেকে শরণখোলার দুই জেলে লোকমান হোসেন ও জামাল হোসেনসহ সাত জেলেকে অপহরণ করে নিয়ে যায় একদল জলদস্যু। এরপর অপহরণের চার দিন পর গত মঙ্গলবার রাতে পটুয়াখালীর চরমোন্তাজ এলাকার সাগরে মানুষবিহীন একটি ট্রলারে উঠিয়ে ছেড়ে দিয়ে যাওয়া হয়। খবর পেয়ে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা জেলেদের তাঁদের হেফাজতে নেয়।
কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে জেলেদের পরিবারের জিম্মায় দেওয়া হবে।