মোহনপুর প্রতিনিধি
মোহনপুরের বাকশিমইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা বর্তমান চেয়ারম্যান আল মোমিন শাহ গাবরুর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ নিয়ে গত বুধবার উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা সানওয়ার হোসেন বলেন, তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।