‘ভোর ৪টায় এসেছি আইসক্রিম ফ্যাক্টরিতে। এখন প্রায় বেলা দুটো বাজে। কারেন্ট নেই, মাল তৈরি হচ্ছে না। আজ আর আইসক্রিম বিক্রি করতে পারব না।’–কথাগুলো বলছিলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আইসক্রিম বিক্রেতা আইনুর।
গ্রামে গ্রামে ঘুরে আইসক্রিম বিক্রি করে সংসার চালানো আইনুর জানান, লোডশেডিংয়ের কারণে এই সপ্তাহে চার দিন আইসক্রিম না নিয়ে ফিরতে হয়েছে তাঁকে। এই দিনগুলোয় কোনো আয় হয়নি।
শুধু আইনুর নন, তীব্র বিদ্যুৎ-সংকটে তাঁর মতো অসংখ্য মানুষের রুটিরুজিতে টান পড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় আছেন গ্রামেগঞ্জে থাকা ছোট ছোট কলকারখানা এবং সেগুলোর ওপর নির্ভরশীল মানুষেরা।
মাছ সংরক্ষণে বরফ অনিবার্য। কিন্তু চলমান লোডশেডিংয়ে বরফকলগুলোয় উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে গেছে। এতে সংকটে পড়েছেন মাছ ব্যবসায়ীরা।
জীবননগর বরফকলের মালিক মো. ওলিউর বলেন, ‘বরফ জমাতে টানা ৭ ঘণ্টা মেশিন চালাতে হয়। কিন্তু এক সপ্তাহ ধরে দু-এক ঘণ্টা পরপরই বিদ্যুৎ চলে যাচ্ছে। ফলে বরফ বানাতে পারছি না। হকাররা ফ্যাক্টরিতে এসে বসে থাকছে, কিন্তু আমি মাল দিতে পারছি না।’
নাজুক অবস্থায় বিসিক শিল্পনগরী
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের অধীনে দেশে ৮০টি শিল্পনগরী আছে, যা বিসিক শিল্পনগরী হিসেবে পরিচিত। এসব শিল্পনগরীতে কার্যক্রম চালানো হাজার হাজার কারখানা এখন ধুঁকছে লোডশেডিংয়ের কারণে।
যশোর বিসিক শিল্পনগরীতে খোঁজ নিয়ে জানা যায়, লোডশেডিংয়ে সেখানকার কারখানাগুলোয় উৎপাদনে ধস নেমেছে। বেড়েছে উৎপাদন খরচও।
বিসিক কর্তৃপক্ষ জানিয়েছে, লোডশেডিংয়ে তাদের অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ শতাংশ উৎপাদন কম হচ্ছে। আবার উদ্যোক্তাদের খরচও বেড়েছে দ্বিগুণ। এতে করে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
যশোর বিসিকের শিল্পপ্রতিষ্ঠান এমইউসিএ ফুডসের মালিক শ্যামল দাস বলেন, মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে কারণে মাসে কমপক্ষে ৩ লাখ টাকার অতিরিক্ত খরচ হচ্ছে।
যশোর বিসিকে বিদ্যুৎ সরবরাহ করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। প্রতিষ্ঠানটির উপবিভাগীয় প্রকৌশলী রওশন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের চাহিদা রয়েছে ৫৯ মেগাওয়াট, কিন্তু পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৪২ মেগাওয়াট।’
যশোর বিসিকের মতোই ধুঁকছে দেশের অন্য শিল্পনগরীগুলো। ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী, ভরাডোবা, ভালুকা সদর মল্লিকবাড়ী, মেদুয়ারী ও উথুরা ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক শিল্পপ্রতিষ্ঠানে লোডশেডিংয়ে উৎপাদন অর্ধেকে নেমে গেছে।
বগুড়া জেলায় ক্ষুদ্র ও কুটিরশিল্প রয়েছে চার শতাধিক। সেখানে বিদ্যুৎ-চালিত শিল্পকারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। কৃষি যন্ত্রাংশ তৈরির প্রতিষ্ঠান জমজম মেটালের ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের ফ্যাক্টরিতে দুই শতাধিক শ্রমিক কাজ করে। লোডশেডিংয়ের কারণে দিনের বেশির ভাগ সময় কাজ বন্ধ থাকে।’
কুড়িগ্রামের ফুলবাড়িয়ার ছোটখাটো দুই শতাধিক ওয়েল্ডিং কারখানা, অটোমোবাইল ওয়ার্কশপ এবং একটি তাঁত কাপড় তৈরির কারখানায় লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে উৎপাদন।
চাল উৎপাদন ব্যাহত
লোডশেডিংয়ের কারণে দেশের চালকলগুলোতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ৩-৪ দিন ধরে উৎপাদন কমবেশি ৪০ শতাংশ কমেছে।
চাঁপাইনবাবগঞ্জের একটি চালকলের শ্রমিক আক্তারুল ইসলাম জানান, টানা পাঁচ দিন ধরে চরম লোডশেডিং চলায় মিল বন্ধ রেখেছেন মালিক। এতে বন্ধ হয়ে গেছে তাঁর কাজ। পরিবার নিয়ে বিপদে আছেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ছানোয়ার হোসেন বলেন, জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৫৫-৭০ মেগাওয়াট। সেখানে চাহিদার বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ৩৫-৪৫ মেগাওয়াট।
চা-শিল্পও ক্ষতিগ্রস্ত
লোডশেডিংয়ের কারণে মৌলভীবাজারের কমলগঞ্জে কয়েক দিন ধরে চা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ ব্যাহত হচ্ছে।
এই উপজেলায় ছোট-বড় মিলিয়ে ২২টি চা-বাগান রয়েছে। সেখানকার বিভিন্ন চা প্রক্রিয়াকরণ কারখানায় গিয়ে জানা যায়, কয়েক দিন ধরে ২৪ ঘণ্টায় ৭ থেকে ৮ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। এতে ২৫ চা প্রক্রিয়াকরণ কমেছে।
শমশেরনগর চা-বাগানের সিনিয়র সহকারী ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, অনাবৃষ্টির কারণে এমনিতেই চা-পাতা এবার উৎপাদন কম হয়েছে। এর মধ্যে কয়েক দিনের লোডশেডিংয়ে চা উৎপাদন আরও কমে গেছে।