কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ইশতেহার ঘোষণা করেছেন।
নগরীর বাদুরতলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহারে ১৩টি প্রতিশ্রুতি দিয়েছেন নিজাম উদ্দিন। এর মধ্যে নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা গড়া, নগরের জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসন এবং নৈতিক শক্তির পুনরুদ্ধার, তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং, স্বাস্থ্য সেবা, খাদ্য ও নগর কৃষি, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা উল্লেখযোগ্য।
নিজাম উদ্দিন বলেন, ‘শিক্ষা-সংস্কৃতির পাদপীঠ হিসেবে পরিচিত আমাদের এই কুমিল্লা। একসময় শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতির প্রাণকেন্দ্র ছিল। আমি নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা গড়তে চাই। প্রতিটি শহর নির্মাণের পেছনে একটি দর্শন থাকে বা থাকা জরুরি, যার ওপর ভিত্তি করে গড়ে ওঠে নাগরিক সংস্কৃতি, মূল্যবোধ, মানবিকতা, জীবনাচরণ, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ। যা বিগত সময়ে কুমিল্লা সিটি করপোরেশনের উন্নয়নের ক্ষেত্রে খুব বেশি দৃষ্টি দেওয়া হয়নি। ত্রুটি নিয়েই আদর্শ সদর এবং সদর দক্ষিণের সমন্বয়ে যে নগর গড়ে তোলার পরিকল্পনা হয়েছে তাতে হয়েছে চরম বৈষম্য। পরিকল্পনায় থাকলেও সীমানা বাড়েনি। তাই আধুনিক কুমিল্লা সিটি করপোরেশন গড়তে আমার প্রথম বিবেচনার বিষয় হলো গরিব-ধনী সকলের জন্য মানবিক এক কুমিল্লা, যেখানে নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সবকিছুর উপড়ে, মানুষের অধিকার থাকবে সুরক্ষিত।’
ইশতেহারে তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের বাজারগুলোকে বর্তমানে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে আধুনিকভাবে গড়ে তোলা হবে। শ্রমজীবী মানুষের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ, বিপুলসংখ্যক ধর্মীয় উপাসনালয়, কবরস্থান, শ্মশান, কমিউনিটি সেন্টার নির্মাণ এবং সামাজিক উন্নয়ন ও বন্ধন দৃঢ় করতে ধর্মীয় নেতাদের নিয়ে নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। প্রতিবন্ধী, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক, অসহায় নাগরিকদের জন্য ডিসকাউন্ট ও বিশেষ সেবা সংবলিত সিটি কার্ড প্রবর্তন করা হবে।