দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী মন্তব্য করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘৫১ কোটি টাকা অনুদান দেওয়ার মাধ্যমে সরকার মেট্রোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করতে যাচ্ছে। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সহায়তায় এ সমীক্ষার কাজ শেষ করা হবে।
গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মেয়র দক্ষিণ কোরিয়ার সহযোগিতার কথা তুলে ধরে এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, স্বাধীনতার পরপরই যেসব দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, দক্ষিণ কোরিয়া তার মধ্যে অন্যতম। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রক্রিয়ায় শুরু থেকেই যুক্ত আছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশকে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার নেপথ্যে দক্ষিণ কোরিয়ার বিশেষ অবদান রয়েছে। উন্নয়ন সহযোগী এই দেশটি এখন চট্টগ্রামে মেট্রোরেল প্রকল্পের জন্য কাজ করতে যাচ্ছে।
সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শিগগিরই অবকাঠামোগত উন্নয়নের জন্য কোইকার সহযোগিতায় চট্টগ্রামে মেট্রোরেল প্রকল্পে নগরীর উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় ও তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে। সমীক্ষা কার্যক্রম সম্পন্ন হতে প্রায় ১৮ মাস সময় প্রয়োজন হবে।