Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিধি না মানার প্রবণতায় চোখ ওঠা রোগ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিধি না মানার প্রবণতায় চোখ ওঠা রোগ বাড়ছে

সিলেট বিভাগজুড়ে বাড়ছে চোখ ওঠা রোগ। স্বাস্থ্যবিধি না মানায় প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ এ রোগে আক্রান্ত হয়েছেন, কিংবা হচ্ছেন। রোগটি ছোঁয়াচে হওয়ায় দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট নগরী থেকে শুরু করে বিভাগের বেশির ভাগ ঘরেই এখন চোখ ওঠা রোগী। হাসপাতালগুলোর বহির্বিভাগে বেড়েছে আক্রান্তের সংখ্যা। রোগী বাড়ায় দেখা দিয়েছে চোখের ড্রপের সংকট। আক্রান্তদের উল্লেখযোগ্য অংশই শিশু। জটিল রূপ ধারণ করলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা।

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার শিক্ষার্থী নাজিয়া মুন্নি। দুই দিন ধরে তার চোখ জ্বালাপোড়া করছে। এক চোখে ময়লাও আসছে। গত বছরও এ সময় এমন হয়েছিল তার। চিকিৎসকের পরামর্শে মুন্নি এখন স্কুল-কোচিং কোথাও যাচ্ছে না। একটি চোখের ড্রপ এবং ব্যথানাশক ওষুধ দিয়েছেন চিকিৎসক। একই লক্ষ্মণ দেখা দিয়েছে মুন্নির ভাই মকবুল হাসানের। ছয় বছর বয়সী মকবুল এখন কান্নাকাটি করছে।

তাদের মা সালমা বেগম বলেন, ‘ডাক্তার ঘরেই চিকিৎসা নিতে বলেছেন। চোখ ওঠা রোগ ৭ দিনেই ভালো হয়ে যায় জানিয়ে দুশ্চিন্তা না করতে বলেছেন তিনি।’ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাইফ আলী বলেন, ‘চোখ ওঠা সমস্যা নিয়ে গত তিন দিন অফিস থেকে ছুটি নিয়ে বাসায় বিশ্রামে ছিলাম। আজ সুস্থ হয়ে অফিস যাচ্ছি।’

নগরের কয়েকটি ওষুধের দোকানে কথা বলে জানা গেছে, আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ না নিয়েই চোখের ড্রপ ও অ্যান্টিহিস্টামিন ওষুধ সেবন করছেন। এসব ওষুধ সেবন করে অনেকেই দুই-তিন দিনের মধ্যে সুস্থ হয়েছেন আবার কেউ ৫-৭ দিন। তবে চোখ ওঠা রোগে আক্রান্ত ব্যক্তিরা রোগটি ছোঁয়াচে জেনেও তাঁরা প্রাত্যহিক কাজ করে যাচ্ছেন।

আম্বরখানার ওষুধ ব্যবসায়ী সুজন আহমদ বলেন, ‘গত ৮-১০ দিনে চোখের ড্রপ ও অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট কিনতে আসা রোগীর সংখ্যা অনেক বেশি। প্রতিদিন গড়ে ৫০-৬০ জন ক্রেতা আসেন চোখের ড্রপের জন্য। কোম্পানিগুলো বলছে সাপ্লাই না। আমরাও বিপাকে পড়েছি, ক্রেতাকে বোঝাতে পানি না।’  
ড্রপ সংকটের বিষয়টি অন্যভাবে দেখছেন সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার। তিনি বলেন, ‘চার ধরনের ড্রপ আছে। এগুলো বাংলাদেশের অনেক কোম্পানি তৈরি করে। কেন এমনটা হচ্ছে বুঝছি না। এটাও ব্যবসায়ীদের কোন ধরনের কারসাজি কি-না বিষয়টি খতিয়ে দেখতে হবে। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ