Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

চেয়ারম্যান পদে মনোনয়ন জমা ৫৬ জনের

ফুলপুর প্রতিনিধি

চেয়ারম্যান পদে মনোনয়ন জমা ৫৬ জনের

ষষ্ঠ ধাপে ময়মনসিংহের ফুলপুরের ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৬ জন।

গত সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ছনধরা ইউপিতে ৪ জন, রামভদ্রপুরে ৫ জন, ভাইকান্দিতে ৬ জন, সিংহেশ্বরে ৫ জন, ফুলপুরে ৬ জন, পয়ারীতে ৭ জন, রহিমগঞ্জে ৪ জন, রূপসীতে ৬ জন, বালিয়ায় ৬ জন এবং বওলায় ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২০ জন এবং সাধারণ সদস্য পদে ৪১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে উপজেলার ১০ ইউপিতে মোট প্রার্থী ৫৯৪ জন।

ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আখতার খাতুন জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে আগামী ৬ জানুয়ারি। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৭-৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তির সময়সীমা ১০-১২ জানুয়ারি।

তিনি জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি। আগামী ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ ৩১ জানুয়ারি।

নির্বাচন কর্মকর্তা আজকের পত্রিকাকে আরও জানান, উপজেলার ১০ ইউপির ১০৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। সব ইউপিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ