হোম > ছাপা সংস্করণ

৯ বছর পর ন্যান্‌সির সঙ্গে মিলন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

৯ বছর পর দ্বৈত গানে কণ্ঠ দিলেন ন্যান্‌সি ও মোহাম্মদ মিলন। ‘বলব কতো আর’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

নতুন এই গান নিয়ে মিলন বলেন, ‘দীর্ঘ ৯ বছর পর আমি ও ন্যান্‌সি আপু আবারও গাইলাম। সুর ও সংগীত করেছেন ইমরান ভাই। আশা করি জীবন ভাইয়ের লেখা গানটি সবার ভালো লাগবে।’

সর্বশেষ ৯ বছর আগে ‘ডানাকাটা পরী’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন ন্যান্‌সি ও মিলন। সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। মিলনের সুরে গানটির সংগীত আয়োজন করেছিলেন ইমরান মাহমুদুল। দীর্ঘ বিরতির পর ন্যান্‌সির সঙ্গে দ্বৈত গান করতে পেরে উচ্ছ্বসিত মিলন। তিনি বলেন, ‘৯ বছর আগে যখন প্রথম ন্যান্‌সি আপুর সঙ্গে গেয়েছিলাম, সেটা ছিল একটা স্বপ্ন পূরণ। এবার আরও এক স্বপ্ন পূরণ হলো। ডানাকাটা পরী গানের সংগীতায়োজন করেছিলেন ইমরান ভাইয়া। এবার তাঁর সুর ও সংগীতায়োজন দুটোই পাচ্ছি।’

এক যুগ আগে মনের ঠিকানা মিশ্র অ্যালবামে ‘সখী ভালোবাসা কারে কয়’ শিরোনামে গান গেয়ে জনপ্রিয়তা পান মিলন। এরপর একে একে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। মিলনের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘তুমি ছাড়া’, ‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘মনের দুঃখ’, ‘প্রেমরোগ’, ‘কত যে ভালোবাসি’, ‘পাই না তোকে’ ইত্যাদি। গেয়েছেন সিনেমাতেও। সর্বশেষ রোজার ঈদেও প্রকাশ পেয়েছে মিলনের একাধিক গান।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন