ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে মরক্কো সর্বশেষ দ্বিতীয় রাউন্ডে খেলেছে ১৯৮৬ বিশ্বকাপে। ৩৬ বছর পর তাদের সামনে সুযোগ আরেকবার নকআউটপর্বে খেলার। তার জন্য আজ আল থুমামা স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপে কানাডার বিপক্ষে ড্র বা জিতলেই চলবে তাদের।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করলেও গত ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে আত্মবিশ্বাস আরও ওপরে নিয়েছে মরক্কো। ওয়ালিদ রেগরাগুইয়ের শিষ্যরাও প্রস্তুত কানাডাকে হারিয়ে শেষ ষোলোয় যেতে। এই কথা মরক্কো কোচের, ‘তারা (শিষ্যরা) প্রস্তুত এটার (দ্বিতীয় রাউন্ড) জন্য মরতে।’ ৩৬ বছর পর বিশ্বকাপে এসে গ্রুপপর্বেই শেষ হয়ে গেছে কানাডার অভিযান। তবে বিদায়ের আগে একটি পয়েন্ট হলেও নিতে চাইবে তারা। মরক্কো জিতলে সুযোগ থাকবে গ্রুপ সেরা হওয়ারও। সেই সঙ্গে ক্রোয়েশিয়া বা বেলজিয়ামের বিদায় ঘণ্টাও বাজিয়ে দিতে পারে তারা।