নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রেলওয়ের পাশে সড়কের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। গতকাল মঙ্গলবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এর আগে, দীর্ঘদিন অবৈধ স্থাপনা সরানোর নোটিশ দেওয়া হলেও তারা সরেনি বলে অভিযোগ নাসিকের।
দুপুরে রেললাইন মহিলা কলেজসংলগ্ন স্থানে উচ্ছেদ চালানো হয়। জানা যায়, চাষাঢ়া থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত রেললাইন ঘেঁষে একটি বাইপাস সড়ক করা হচ্ছে। সেই সড়ক নির্মাণ করতেই এই অবৈধ স্থাপনাগুলো বাধা হয়ে ছিল। উচ্ছেদের ফলে এ বাধা দূর হলো।
এই বিষয়ে নাসিকের পরিচ্ছন্নতা কর্মকর্তা আলমগীর হীরন বলেন, এই জায়গার ওপর দিয়ে চাষাঢ়া থেকে বাইপাস সড়ক হবে। জায়গা ছেড়ে দেওয়ার জন্য দখলকারীদের বারবার সরতে বলা হলেও তারা কর্ণপাত করেনি।