Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সাতক্ষীরায় রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে সরকারি কলেজ পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজগেট সংলগ্ন রাস্তায় এই বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

সম্মিলিত ছাত্র জনতা সাতক্ষীরা পৌরসভার আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত ছাত্র জনতার আহ্বায়ক ফাহিমুল হক কিসলু।

সম্মিলিত ছাত্র জনতার সদস্য শেখ আমিনুর রহমান কাজলের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, নাগরিক নেতা এজাজ আহম্মেদ স্বপন, সম্মিলিত ছাত্র জনতার সদস্যসচিব শেখ ফারুকুজ্জামান ডেভিড, আহছানুল কাদির স্বপন, বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা কেন্দ্রীয় পোস্ট অফিসের সামনে থেকে সরকারি কলেজ হয়ে পুরোনো সাতক্ষীরা রাস্তা, শহিদ রীমু সরণি থেকে সরকারি কলেজ রোড, হোস্টেল রোড, রথখোলার রাস্তাসহ পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করতে হবে।

আগামী ৯ জুনের আগে পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন করা না হলে পৌরসভা চত্বরে নাগরিকদের অবস্থান, পৌরসভার মেয়রের ও কাউন্সিলরদের বাড়ি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ