হোম > ছাপা সংস্করণ

প্রত্যয় স্কিম পরিবর্তনের কথা এখনই ভাবছে না কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সর্বজনীন পেনশনের সদ্য চালু হওয়া ‘প্রত্যয়’ স্কিম বৈষম্যমূলক অভিহিত করে আন্দোলনে নেমেছেন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। এতে অচল হয়ে পড়েছে দেশের উচ্চশিক্ষার বড় একটি অংশ। এরপরও এই স্কিমে এখনই কোনো পরিবর্তনের কথা ভাবছে না কর্তৃপক্ষ। 

সরকারের অর্থ মন্ত্রণালয়ের সর্বজনীন পেনশন স্কিম কর্তৃপক্ষ বলছে, সদ্য চালু হওয়া ‘প্রত্যয়’ স্কিম যেভাবে চালু হয়েছে, এটাই এখন পর্যন্ত সরকারের অবস্থান। এতে বরং সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত হতে বলেছে কর্তৃপক্ষ। গতকাল চালু হওয়া স্কিমের বিষয়ে আপত্তি জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষাপটে এমন অবস্থান জানিয়েছে পেনশন কর্তৃপক্ষ। 

সর্বজনীন পেনশন স্কিম কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার একটা নতুন পেনশন ব্যবস্থার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পেনশন অথরিটির পক্ষ থেকে আমরা তা কার্যকর করেছি। আমাদের সিস্টেমে আমরা “প্রত্যয়” স্কিমকে চালু করার ব্যবস্থা করেছি। এই স্কিমে আজকে (গতকাল) থেকেই রাষ্ট্রায়ত্ত, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং এদের অধীনের অঙ্গপ্রতিষ্ঠানসমূহের সব কর্মকর্তা বা কর্মচারীরা নিবন্ধন করতে পারছেন। এখন পর্যন্ত এটাই হচ্ছে আমাদের অবস্থান। এর বাইরে আপাতত কোনো পরিবর্তন বা পরবর্তী করণীয় বিষয়ে কোনো অবস্থান নেই।’ 

শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীও গতকাল এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এখনই কোনো মন্তব্য করব না, সময় হোক।’

সর্বজনীন পেনশন ব্যবস্থার যাত্রা শুরু হয় গত বছরের ১৭ আগস্ট। বর্তমানে সর্বজনীন পেনশন ব্যবস্থায় মোট পাঁচটি কর্মসূচি (স্কিম) রয়েছে। এগুলো হলো প্রগতি, সুরক্ষা, প্রবাস, সমতা ও প্রত্যয়। এর মধ্যে প্রত্যয় চালু হয়েছে গতকাল ১ জুলাই থেকে। এ স্কিমে অন্তর্ভুক্ত থাকবেন সব ধরনের স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনের অঙ্গপ্রতিষ্ঠানগুলো। এসব সংস্থায় গতকাল থেকে যাঁরা যোগ দেবেন, তাঁরা পুরোনো পেনশন ব্যবস্থার বদলে সরাসরি নতুন পেনশনের প্রত্যয় স্কিমের আওতায় আসবেন। 

দুই দিন আগে বাজেট পাশের বক্তব্যেও অর্থমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী ‘প্রত্যয়’ স্কিম নিয়ে সরকারের প্রত্যাশার কথা জানিয়েছেন। তবে উদ্ভূত পরিস্থিতিতে সরকার ‘প্রত্যয়’ স্কিমে কোনো পরিবর্তন আনবে কি না–এই নিয়ে সরকারের ভেতরে এখনই কোনো আলোচনা নেই বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন