চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অলকা খাতুন (৩৬) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দুপুরে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। অলকা ওই গ্রামের আলী হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্বজনেরা জানান, শনিবার দুপুরে স্বামীর ওপর অভিমান করে অলকা ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শাশুড়ি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আলী হোসেনের ভাগনে লিপু আলমডাঙ্গায় থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।