হোম > ছাপা সংস্করণ

কেন্দ্রে বিজয়ী প্রার্থীর নাম এলো না গেজেটে

যশোর প্রতিনিধি

যশোর সদরে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মতিয়ার রহমান পেয়েছিলেন ৬৬৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী শামসুর রহমান পেয়েছিলেন ৬৫১ ভোট। জয়-পরাজয়ে দুজনের মাঝে ব্যবধান ছিল ১৫ ভোটের।

নির্বাচন শেষে তাই প্রিসাইডিং অফিসার মতিয়ারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। কিন্তু গত ২৭ জানুয়ারি প্রকাশিত সরকারি গেজেটে সে ফল উল্টে গেছে। বিজয়ী দেখানো হয়েছে নির্বাচনের মাঠে ১৫ ভোটে পরাজিত প্রার্থী শামসুর রহমানকে।

এদিকে গেজেট প্রকাশের খবরটি এলাকার মানুষের কাছে অজানা ছিল। তবে গত শুক্রবার শামসুর রহমান গেজেটের ফলে বিজয়ী হয়েছেন বলে প্রচার ও মিষ্টি বিতরণ করেন। তখন বিষয়টি এলাকায় তোলপাড় সৃষ্টি করে।

গত ৫ জানুয়ারি যশোর সদরে অনুষ্ঠিত হয় পঞ্চম ধাপের ইউপি নির্বাচন। ভোট গণনা শেষে রাতে কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মতিয়ার রহমানকে ১৫ ভোটে বিজয়ী ঘোষণা করেন মিরাপুর দাখিল মাদ্রাসায় দায়িত্বরত প্রিসাইডিং অফিসার।

ফলাফল অনুযায়ী, টিউবওয়েল প্রতীকে মতিয়ার রহমান পান ৬৬৬ ভোট। অন্যদিকে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী শামসুর রহমান পান ৬৫১। এরপর বিজয়ী প্রার্থী মতিয়ার রহমানকে ফুলের মালা দিয়ে বিজয় মিছিল করেন তাঁর কর্মী-সমর্থকেরা। এরপর থেকেই দায়িত্ব গ্রহণের অপেক্ষায় ছিলেন মতিয়ার। কিন্তু নির্বাচনের ২২ দিন পর গত ২৭ জানুয়ারি প্রকাশিত সরকারি গেজেট সব উল্টে গেছে।

গেজেটে উল্লেখ আছে, কাশিমপুর ইউনিয়নে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম শামসুর রহমানকে বিজয়ী দেখিয়ে নির্বাচন কমিশনে ফল পাঠিয়েছেন।

কেন্দ্রে ঘোষিত ফলাফলে বিজয়ী মতিয়ার রহমান বলেন, ‘সবার উপস্থিতিতে ভোট গণনায় আমি বিজয়ী হয়েছি। এটি সবাই জানেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে আমি চিঠি পাঠাব। প্রয়োজনে আইনের দ্বারস্থ হব।’

অপরদিকে গেজেটে বিজয়ী শামসুর রহমান বলেন, ‘কেন্দ্রেও আমি বিজয়ী হয়েছিলাম। তবে একটি পক্ষ প্রভাব খাঁটিয়ে আমাকে বাদ দিয়ে মতিয়ার রহমানকে বিজয়ী ঘোষণা করে। গেজেটে সত্য চিত্রটিই তুলে ধরা হয়েছে।’

নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, ‘কেন্দ্রের ফলাফলে মতিয়ার রহমানকে ১৫ ভোটে জয়ী ঘোষণা করা হয়। তবে কি কারণে গেজেটে তাঁর নাম এল না, সেটি আমার বোধগম্য নয়।’

যশোর জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা হ‌ুমায়ূন কবির বলেন, বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে। সেখানে সংশোধনের প্রক্রিয়া চলছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন