হোম > ছাপা সংস্করণ

জুটি হয়ে আসছেন প্রসেনজিৎ শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

‘মায়ার বাঁধন’ ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রাবন্তী। এবার প্রসেনজিতের সঙ্গে জুটি বাধলেন তিনি। সিনেমার নাম ‘কাবেরী অন্তর্ধান’। পরিচালনার দায়িত্বে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

‘দৃষ্টিকোণ’, ‘জ্যেষ্ঠপুত্র’র পর আবারও পর্দায় আসছে কৌশিক গঙ্গোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটির রসায়ন। দেওয়ালির চমক হিসেবে প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস মুক্তির তারিখ ঘোষণা দিয়েছে তাদের নতুন এই সিনেমার। সুরিন্দর ফিল্মসের সোশ্যাল হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করা হয়।

প্রযোজক নিসপাল সিং রানে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়- ত্রয়ী সেই ছবির মাধ্যমে দেওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। ছবির সঙ্গে লেখা, ‘দৃষ্টিকোণ, জ্যেষ্ঠপুত্রর পর আবার আমরা আসছি ২০ জানুয়ারি। শুভ দীপাবলি।’ একই পোস্ট সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

সত্তরের দশকের রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি ‘কাবেরি অন্তর্ধান’ একটি রোম্যান্টিক থ্রিলার সিনেমা। সেই সময়ের টালমাটাল রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে গল্প বুনেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। জরুরি অবস্থা, অস্থির রাজনৈতিক সময়ে সম্পর্কের ওঠানামার গল্প ‘কাবেরী অন্তর্ধান’। জুটি হিসেবে প্রসেনজিৎ ও শ্রাবন্তী প্রথম বার পর্দায় আসবেন এই সিনেমায়। সিনেমাটির ঘোষণা হয়েছিল কয়েক বছর আগে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সিনেমার শুটিংসহ অন্যান্য কাজ ব্যহত হয়। সিনেমাটি নিয়ে নির্মাতা ও অভিনেতাদের প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী। তাই প্রযোজনা সংস্থা ২৪ অক্টোবর দেওয়ালির দিনটিকেই বেছে নিয়েছেন সিনেমা মুক্তির তারিখ ঘোষণা দেওয়ার জন্য। জানিয়েছেন, ‘কাবেরী অন্তর্ধান’ মুক্তি পাবে আগামী বছর ২০ জানুয়ারি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন