হোম > ছাপা সংস্করণ

অস্কার কমিটিতে ভারতীয় তারকা

বিনোদন ডেস্ক

অস্কার কমিটিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রিত অতিথিদের তালিকা প্রকাশ করেছে দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস । বিভিন্ন দেশ থেকে ৩৯৭ জন শিল্পী, লেখক, নির্মাতা, প্রযোজকদের আমন্ত্রণ জানানো হয়েছে এবার। এর মধ্যে অস্কার মনোনয়নপ্রাপ্ত শিল্পী আছেন ৭১ জন এবং অস্কারজয়ী ১৫ জন। এ ছাড়া আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ৪৪ শতাংশ নারী এবং সুবিধাবঞ্চিত রয়েছে ৩৭ শতাংশ। একাডেমি জানিয়েছে, এবারের সদস্য পদের জন্য পেশাগত যোগ্যতা বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের ৫৩টি দেশ থেকে প্রায় ৫০ শতাংশ সদস্য় নেওয়া হয়েছে।

তালিকায় আছেন বলিউড অভিনেত্রী কাজল এবং তামিল অভিনেতা সুরিয়া। প্রথমবারের মতো কোনো তামিল অভিনেতা তালিকায় জায়গা পেলেন। তালিকায় আরও আছেন অস্কারে মনোনয়নপ্রাপ্ত ‘রাইটিং উইথ ফায়ার’-এর ভারতীয় নির্মাতা সুস্মিত ঘোষ ও রিন্টু থমাস, ‘গাল্লি বয়’-এর লেখক রিমা কাগতি এবং ইন্ডিয়ান-আমেরিকান প্রযোজক আদিত্য সুদ। নির্মাতা সুস্মিত ঘোষ এবং রিন্টু থমাসের তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’ এ বছরই মনোনীত হয়েছিল ডকুমেন্টারি ফিচার বিভাগে। রিমা ডাক পেয়েছেন লেখিকা হিসেবে।

ভারতের শিল্পীরা ছাড়াও এই তালিকায় আছে বিশ্বের নামীদামি শিল্পীদের নাম। তাঁদের মধ্যে আছেন ‘দ্য কুইন্স অব গ্যামবিট’খ্যাত অ্যানা টেলর জয়, বিলি আইলিশ, জ্যামি ডরনান ও অস্কারজয়ী তারকা ট্রয় কটসার।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন