বিনোদন ডেস্ক
অস্কার কমিটিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রিত অতিথিদের তালিকা প্রকাশ করেছে দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস । বিভিন্ন দেশ থেকে ৩৯৭ জন শিল্পী, লেখক, নির্মাতা, প্রযোজকদের আমন্ত্রণ জানানো হয়েছে এবার। এর মধ্যে অস্কার মনোনয়নপ্রাপ্ত শিল্পী আছেন ৭১ জন এবং অস্কারজয়ী ১৫ জন। এ ছাড়া আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ৪৪ শতাংশ নারী এবং সুবিধাবঞ্চিত রয়েছে ৩৭ শতাংশ। একাডেমি জানিয়েছে, এবারের সদস্য পদের জন্য পেশাগত যোগ্যতা বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের ৫৩টি দেশ থেকে প্রায় ৫০ শতাংশ সদস্য় নেওয়া হয়েছে।
ভারতের শিল্পীরা ছাড়াও এই তালিকায় আছে বিশ্বের নামীদামি শিল্পীদের নাম। তাঁদের মধ্যে আছেন ‘দ্য কুইন্স অব গ্যামবিট’খ্যাত অ্যানা টেলর জয়, বিলি আইলিশ, জ্যামি ডরনান ও অস্কারজয়ী তারকা ট্রয় কটসার।