নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১৪ ফুট উঁচু একটি গাঁজা গাছসহ ওয়াসিম মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার-কোনাপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। গতকাল সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম মিয়া বাড়িতে শিম গাছের মাচার নিচে গাঁজার গাছ রোপণ করেন। গাছটি মাচার নিচে হওয়া কারও নজরে আসেনি। গাছটি ১৪ ফুট উঁচু। ওজন ১৬ কেজি। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে ওয়াসিম মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে গাঁজা গাছসহ ওয়াসিম মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার ওয়াসিমকে গতকাল সোমবার আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠানো নির্দেশ দেন।
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গাঁজার গাছসহ আটক ওয়াসিম মিয়ার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়। মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।