বিনোদন প্রতিবেদক, ঢাকা
কয়েক দিন আগে গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। গান গাওয়াটা তাঁর নৈমিত্তিক কাজ। কোনাল কথা বলেন দারুণ! পরিচিতজনেরা তাই এক সময় বলেছিলেন, উপস্থাপনা করলেও ভালো করবে কিন্তু! শখের বসেই শুরু করেছিলেন উপস্থাপনা। আজ থেকে প্রায় সাত-আট বছর আগে সিঙ্গাপুরে চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ডের উপস্থাপক ছিলেন কোনাল। আবারও অনুষ্ঠান উপস্থাপনার জন্য মাইক্রোফোন হাতে তুলে নিচ্ছেন কোনাল। আগামীকাল (১৮ অক্টোবর) পদ্মাপারে বসতে যাচ্ছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১৭তম আসর। এই আয়োজনের উপস্থাপনা করবেন চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী সোমনুর মনির কোনাল।
সময়ের আলোচিত মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঐক্যডটকমবিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। আগামীকাল শেখ রাসেলের জন্মদিনে পদ্মা সেতুর ওপারে শেখ রাসেল ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান। এতে থাকছে নানাবিধ চমক। চ্যানেল আই কর্তৃপক্ষ বলছেন, সেতু উদ্বোধনের পর পদ্মাপারে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় রঙিন আয়োজন। এই মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থিত থাকবেন সংগীতসহ সব অঙ্গনের তারকারা।
কোনাল বলেন, ‘এবারের ঐক্যডটকম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। তা ছাড়া দেশের জন্য নিবেদিতপ্রাণ সৈনিকদের সামনে ক্যান্টনমেন্ট এলাকায় হবে অনুষ্ঠানটি। নানা আয়োজনে, নানা চমকে ঠাসা থাকবে অনুষ্ঠান। সব মিলিয়ে তাই অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব নেওয়াটা আমার জন্য অত্যন্ত গৌরবের। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি।’
কোনাল পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করলেও কয়েকটি সেগমেন্টে তাঁর সঙ্গে যোগ দেবেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও উপস্থাপক অপু মাহফুজ। চলতি মাসের শেষের দিকে চ্যানেল আই পর্দায় প্রচার হওয়ার কথা রয়েছে অনুষ্ঠানটি।