হোম > ছাপা সংস্করণ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর দখলের অভিযোগ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক পুকুর দখল করে ভরাট করার অভিযোগ উঠেছে। উপজেলার ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ ধানুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকার শান্তিশৃঙ্খলা ভঙ্গসহ পুকুরে চাষ করা প্রায় ৩ লাখ টাকার মাছ ধ্বংস হচ্ছে বলে জানা গেছে। আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ চায় ভুক্তভোগী পরিবার।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ওই গ্রামের কয়েকজন শ্রমিক প্রভাবশালীদের পাহারায় বালু দিয়ে পুকুরটি ভরাট করছেন। আবার ওই বালু সেলো মেশিনের সাহায্যে পানি দিয়ে মজবুত করে ভরাটের কাজ পাকাপোক্ত করে চলছেন আদালত অবমাননাকারীরা। এ সময় দখলকারীদের পক্ষে কয়েকজনের উপস্থিতিও দেখা যায়।

ভুক্তভোগী আবদুর রব মাস্টার বলেন, ‘আমাদের নিজ বাড়ির ওই পুকুরটি খরিদাসূত্রে আমি মালিক। এই পুকুরে বর্তমানে প্রায় তিন লাখ টাকার মাছ চাষ করেছি। দীর্ঘদিন ধরে আবু সুফিয়ান পুকুরটি ভরাটের জন্য বিভিন্ন পাঁয়তারা করে আসছে। নিরুপায় হয়ে পুকুরটি রক্ষার জন্য চাঁদপুরের বিজ্ঞ আদালতে মামলা করি। আদালত নিষেধাজ্ঞাও জারি করেন। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে আবু সুফিয়ান তার সহযোগীদের নিয়ে পুকুর দখল চালিয়ে যাচ্ছে। আমি আদালতের কাছে বিচার প্রার্থনা করি।’

অভিযুক্ত আবু সুফিয়ান বলেন, ‘আমার পুকুর আমি ভরাট করছি। আদালতের নিষেধাজ্ঞাতে আমার কিছু যায় আসে না। আমার কাজ আমি করে যাব।’

পুকুরটিতে মাছ চাষ হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাতে আপনাদের কি? যাদের সঙ্গে কথা বলার, বলেই কাজ করছি।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘ওই সম্পত্তির ওপর উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। থানা-পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেননি। তবে আদালতের নিষেধাজ্ঞা অবমাননা করে পুকুর ভরাট করা ও শান্তিশৃঙ্খলা ভঙ্গের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন