হোম > ছাপা সংস্করণ

কৃষিজমি রক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

মোংলা বন্দরের খনন প্রকল্প থেকে খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়নের ৩০০ একরের তিন ফসলি কৃষিজমি রক্ষার দাবি জানিয়েছেন হাজারো কৃষক। এ দাবিতে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পোস্ট কার্ডের মাধ্যমে খোলা চিঠি দিয়েছেন।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে বাণীশান্তা-ভোজনখালী সংযোগ সড়কে কৃষকেরা চিঠি হাতে মিছিল বের করেন। চিঠিতে কৃষকেরা মোংলা বন্দর কর্তৃপক্ষের পশুর নদ খননের বালু কৃষিজমিতে ফেলার সিদ্ধান্ত স্থগিত করে বিকল্প জায়গায় বালু ফেলার দাবি জানান।

এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য কিষানি পাপিয়া মিস্ত্রি। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বাণীশান্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল 
কান্তি রপ্তান। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাপার কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ।

এ সময় সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা ভেবেছিলাম মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পশুর নদী ড্রেজিংয়ের বালু ফেলার ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করে কৃষকদের বিকল্প প্রস্তাব বিবেচনায় নেবেন। কিন্তু তিনি তা না করে বিভিন্ন মহলকে উসকানি ও অপকৌশলের মাধ্যমে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছেন। এমতাবস্থায় বাণীশান্তার ৩০০ একর তিন ফসলি উর্বর কৃষিজমি রক্ষায় ১ হাজার ২০০ কৃষক পরিবারের ৫ হাজার মানুষের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।’

বক্তারা আরও বলেন, ‘উন্নয়ন করতে গিয়ে কৃষিজমি নষ্ট করা যাবে না। এক ইঞ্চি জমিও অনাবাদি ফেলে রাখা যাবে না।’ প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে আমরা জীবন দেব তবুও বাণীশান্তার তিন ফসলি কৃষিজমিতে বালি ফেলতে দেব না।’

সভাপতির বক্তব্যে ইউপি সদস্য কিষানি পাপিয়া মিস্ত্রি বলেন, ‘মোংলা বন্দর কর্তৃক বাণীশান্তার কৃষিজমিতে বালি ফেলার বিরুদ্ধে দাকোপের সব পর্যায়ের জনপ্রতিনিধি এবং জনগণ ঐক্যবদ্ধ। আমাদের দাবি কৃষক দরদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে মোংলা বন্দর কর্তৃপক্ষ অপকৌশল পরিহার করে বিকল্প জায়গায় বালি ফেলে বাণীশান্তার উর্বর কৃষিজমি রক্ষায় উদ্যোগী হবে।’

আরও বক্তব্য দেন আ.লীগ নেতা সঞ্জীব মণ্ডল, সিপিবি নেতা বিশ্বজিত মণ্ডল, কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সত্যজিৎ গাইন, হিরণ্ময় রায়, ইউপি সদস্য জয় কুমার মানিক প্রমুখ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন