ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
ডামুড্যায় নিরাপদ সড়ক ও সুস্থ যাত্রা নিশ্চিত এবং মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে বিট পুলিশিং সভা, চিত্র প্রদর্শনী ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ‘একটি দুর্ঘটনা, জীবনব্যাপী দুঃখময় যন্ত্রণা’ প্রতিপাদ্যে ডামুড্যা থানা বিট পুলিশের উদ্যোগ ডামুড্যা-শরীয়তপুর সড়কের পাশে এ সভার আয়োজন করা হয়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, নিউনেস ইসলামী একাডেমি ও নিউনেস মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজ সেবক আবদুর রহিম সবুজ সিকদার, ভিশন শোরুম ডিলার ও শিক্ষানুরাগী জামাল হোসেন মিথুন সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, মোটরসাইকেল চালক শ্রমিক লীগের সভাপতি আবদুল কাদের মাদবর, উপজেলায় ভাড়ায় চালিত সব মোটরসাইকেল ও অটো চালকসহ ব্যবসায়ী, পথচারী ও ছাত্রলীগ নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেন, ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। পরিবারের প্রধান কর্মক্ষম ব্যক্তিটি যদি মারা যান সে ক্ষেত্রে ওই পরিবারটিকে সারা জীবন ভোগান্তি পোহাতে হয়। তাই আমি আজ উপস্থিত সবার কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব হেলমেট পড়ে নিয়ম মেনে মোটরসাইকেল চালাবেন।’
এ সময় দুজন মোটরসাইকেল চালককে দুটি হেলমেট উপহার দেওয়া হয়।