Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মেয়র পদে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ১৪

কুমিল্লা প্রতিনিধি

মেয়র পদে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ১৪

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধা মেজর মমিন ফাউন্ডেশনের সদস্যসচিব কাজী ফারুক আহাম্মেদ। এ সময় তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন বলেও জানিয়েছেন। গত শনিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় নিজস্ব বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে কাজী ফারুক আহাম্মেদ জানান, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তাঁর বাবা মরহুম আলফু মিয়া ও বড় ভাই কাজী মোজাম্মেল হক ছিলেন বীর মুক্তিযোদ্ধা। অপর ভাই বীর মুক্তিযোদ্ধা মেজর কাজী মমিনুল হককে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৮১ সালে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের সন্তান হিসেবে তিনি দলের মনোনয়ন পাবেন বলে আশা প্রকাশ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী ফারুক বলেন, ২০১১ সালে সিটি করপোরেশনের যাত্রা শুরু হলেও নগরবাসী এখনো কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা পাচ্ছে না। তিনি দলের মনোনয়ন পেলে নগরবাসীর ভোটে নির্বাচিত হয়ে এ নগরকে দেশের মধ্যে একটি মডেল মহানগর করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মোমিনুল হক, মনিরুজ্জামান রিপন, কাজী আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ