বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনেতা মীর সাব্বির এবং গায়ক ও চিত্রগ্রাহক টি ডব্লিউ সৈনিকের সম্পর্কটা বেশ সৌহার্দ্যপূর্ণ। কিন্তু সম্প্রতি একটি গানকে কেন্দ্র করে তাঁরা দাঁড়িয়েছেন মুখোমুখি অবস্থানে। সম্প্রতি ‘মা আমার মা’ শিরোনামের একটি গানের ভিডিও প্রকাশ করেছেন সৈনিক। তাতে গীতিকার হিসেবে আছে টি ডব্লিউ সৈনিকের নাম। কিন্তু সাব্বির দাবি করেছেন, ‘মা’ গানটি তিনি লিখেছেন, সৈনিক এই গানের গীতিকার নন।
বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগ করা হয় টি ডব্লিউ সৈনিকের সঙ্গে। তিনি বলেন, ‘মীর সাব্বির গানের স্থায়ীটুকু লিখেছেন। অনেক দিন আমি তাঁকে বলেছিলাম, সম্পূর্ণ গানটি লিখে দেওয়ার জন্য। ব্যস্ততার কারণে পারছিলেন না। বলেছিলেন আমাকে লিখে নিতে। পরে দুটো অন্তরা আমি লিখে গানটি সম্পূর্ণ করি। যেহেতু বেশির ভাগ অংশ আমি লিখেছি, তাই গীতিকার হিসেবে আমার নাম দিয়েছি।’
টি ডব্লিউ সৈনিক পেশাগত কাজে এখন কলকাতায়। সেখান থেকে ফিরে পুরো বিষয় বিস্তারিত ব্যাখ্যা করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে মীর সাব্বির আক্ষেপ করে বলেন, ‘এ নিয়ে আর কথা বলে কী হবে! মেধাস্বত্ব চুরি হয়ে গেলে কী-ইবা করার থাকে!’