হোম > ছাপা সংস্করণ

মা গান নিয়ে দ্বন্দ্ব

বিনোদন প্রতিবেদক, ঢাকা

অভিনেতা মীর সাব্বির এবং গায়ক ও চিত্রগ্রাহক টি ডব্লিউ সৈনিকের সম্পর্কটা বেশ সৌহার্দ্যপূর্ণ। কিন্তু সম্প্রতি একটি গানকে কেন্দ্র করে তাঁরা দাঁড়িয়েছেন মুখোমুখি অবস্থানে। সম্প্রতি ‘মা আমার মা’ শিরোনামের একটি গানের ভিডিও প্রকাশ করেছেন সৈনিক। তাতে গীতিকার হিসেবে আছে টি ডব্লিউ সৈনিকের নাম। কিন্তু সাব্বির দাবি করেছেন, ‘মা’ গানটি তিনি লিখেছেন, সৈনিক এই গানের গীতিকার নন।

মীর সাব্বির বলেন, ‘আমার প্রথম সন্তান মীর ফারসাদের জন্ম হয় ২০০৬ সালে। এরপর আমি গানটা লিখলাম। ২০০৮ সালে এস আই টুটুল ভাইকে শোনালাম গানের কথা। তিনি সুর করলেন। সৈনিক ভাই একরকম জোর অনুরোধ করে গানটা গাইতে চাইলেন। ঢাকায় এসে গানের রেকর্ডিং হলো। আজ দেখলাম গানের কথা সৈনিক ভাইয়ের। আমি অবাক হলাম!’

বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগ করা হয় টি ডব্লিউ সৈনিকের সঙ্গে। তিনি বলেন, ‘মীর সাব্বির গানের স্থায়ীটুকু লিখেছেন। অনেক দিন আমি তাঁকে বলেছিলাম, সম্পূর্ণ গানটি লিখে দেওয়ার জন্য। ব্যস্ততার কারণে পারছিলেন না। বলেছিলেন আমাকে লিখে নিতে। পরে দুটো অন্তরা আমি লিখে গানটি সম্পূর্ণ করি। যেহেতু বেশির ভাগ অংশ আমি লিখেছি, তাই গীতিকার হিসেবে আমার নাম দিয়েছি।’

টি ডব্লিউ সৈনিক জানান, ‘মা আমার মা’ গানটি তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘ঘুমের পরে মেঘ’ (২০১৫)-এ ছিল। পরে গানটি বিভিন্ন অনুষ্ঠানে গেয়েছেন সৈনিক। গানের স্থায়ীটুকু যে মীর সাব্বিরের লেখা প্রতিবারই সেটা বলেছেন। সৈনিক বলেন, ‘আমার ভুল হয়েছে, এ ভিডিওতেও সেটা বলা উচিত ছিল। কিন্তু পরে দেখলাম পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছে। মীর সাব্বির এটা নিয়ে অনেককে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। অনেকে নানা কুমন্তব্য করছেন। সেগুলো দেখে খুব খারাপ লাগছে। বিষয়টি সাব্বির ব্যক্তিগতভাবে আমাকে বলতে পারতেন।’

টি ডব্লিউ সৈনিক পেশাগত কাজে এখন কলকাতায়। সেখান থেকে ফিরে পুরো বিষয় বিস্তারিত ব্যাখ্যা করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে মীর সাব্বির আক্ষেপ করে বলেন, ‘এ নিয়ে আর কথা বলে কী হবে! মেধাস্বত্ব চুরি হয়ে গেলে কী-ইবা করার থাকে!’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন