বিনোদন প্রতিবেদক, ঢাকা
১০ অনুষ্ঠানে গান গাইতে প্রথমবারের মতো একসঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল। আজ রাত ৯টা ৩০ মিনিটে কাতার এয়ারলাইনসে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তাঁরা। এক মাসের এই সফরে তাঁদের সঙ্গে থাকছে চারজনের একটি মিউজিশিয়ান দল। এই দলে রয়েছেন ড্রামসে সজল কুমার সাহা, বেজ গিটারে জাহাঙ্গীর আলম জনি, লিড গিটারে অভিজিৎ চক্রবর্ত্তী ও কি-বোর্ডে কাইয়ুম।
কণ্ঠশিল্পীদ্বয় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ডালাস, ওয়াশিংটন, ফ্লোরিডা, টেক্সাস, আটলান্টা, লস অ্যাঞ্জেলেসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের মোট ১০ অনুষ্ঠানে গান শোনাবেন তাঁরা। আগামী ৩ সেপ্টেম্বর ডালাসের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে কনা-ইমরানের পরিবেশনা। এরপর একে একে তাঁরা অংশ নেবেন আরও ৯টি অনুষ্ঠানে। এ প্রসঙ্গে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা বলেন, ‘এক মাসের জন্য পরিবার-পরিজন ছেড়ে দেশের বাইরে যাচ্ছি, একটু খারাপ লাগছে, আবার ভালোও লাগছে। কারণ, আমি দীর্ঘ ১০ বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছি। সেখানে রোমানা, মোনাসহ অনেকেই আছেন, যাঁদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হবে।
যুক্তরাষ্ট্রে ইমরান আর আমার একসঙ্গে এটাই প্রথম সংগীতসফর। প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকতায় আমরা মুগ্ধ। তাদের আনন্দ দিতেই আমরা যুক্তরাষ্ট্র যাচ্ছি। একটা বিষয় না বললেই নয়, ইমরান আর আমি চাইলে আরও আগেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠান করতে যেতে পারতাম। কিন্তু আমরা চেয়েছি আমাদের মিউজিশিয়ানদের নিয়ে যাব। যাঁদের সঙ্গে সারা বছর গান করি, তাঁদের ছাড়া বিদেশে অনুষ্ঠান করতে যাওয়াটা অনুচিত মনে হয়েছে। সেই চাওয়াটা পূরণ হয়েছে বলে ভালো লাগছে।’
সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বলেন, ‘এর আগে আমি আর কনা আপু লন্ডন, অস্ট্রেলিয়ায় একসঙ্গে একই মঞ্চে গান করেছি। যেহেতু আমাদের বেশ কিছু হিট ডুয়েট গান আছে, তাই অনুষ্ঠানগুলোতে আমরা সেই সব গান পরিবেশন করতে পারি। আমি আট বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছি। আশা করছি প্রবাসী ভাইদের মন ভরাতে পারব, ভালো অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরব।’