ক্রীড়া ডেস্ক
সময়টা বড্ড খারাপ যাচ্ছে বায়ার্নের। গত ১১ মৌসুমে বুন্দেসলিগার টানা চ্যাম্পিয়নদের এবার লিগ হাতছাড়া হওয়ার জোগাড়। চ্যালেঞ্জার যারা, সেই বায়ার লেভারকুসেনের কাছেই সবশেষ লিগ ম্যাচে হেরেছে ০-৩ ব্যবধানে। এই হার শুধু লিগ শিরোপা দৌড়ে বাভারিয়ানদের পিছিয়ে দেয়নি, কোচ টমাস টুখেলের চাকরিটাকেও ঝুলিয়ে দিয়েছে মিহি সুতোয়!
এমন চাপের মধ্যে থেকেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওর মাঠে খেলতে যাচ্ছে বায়ার্ন। বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের যে শক্তি-সামর্থ্য, সে তুলনায় দুর্বল প্রতিপক্ষ লাৎসিও। ৬ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে বায়ার্ন। আর ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে লাৎসিওর সর্বোচ্চ দৌড় কোয়ার্টার ফাইনাল। তারকাসমৃদ্ধ দল বায়ার্ন। হ্যারি কেইন, লেরয় সানে কিংবা জামাল মুসিয়ালাদের মানের খুব কম খেলোয়াড়ই আছে সিরি ‘আ’র দলটিতে। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে বায়ার্ন। আগের দুই সাক্ষাতের দুটিতেই জিতেছে জার্মান দলটি।
এই এগিয়ে থাকার পরও লাৎসিও ম্যাচের আগে চাপমুক্ত নয় বায়ার্ন। কারণ, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় নতুন করে শুরু করতে চাইলেও লিগের বাজে পারফরম্যান্স তাড়া করে ফিরছে বুন্দেসলিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের; বিশেষ করে লেভারকুসেনের হারের পর অনিশ্চিত হয়ে উঠেছে কোচ টমাস টুখেলের চাকরি। ওই ম্যাচ হেরে লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে বায়ার্ন। সেই হারের ক্ষতের যন্ত্রণায় উপশমের প্রলেপের সন্ধান করছে বায়ার্ন। লাৎসিরও বিপক্ষে কেবল জয়ই সে প্রলেপ হতে পারে। সুতোয় ঝুলতে থাকা টুখেলের চাকরিটাও বাঁচিয়ে দিতে পারে। তাই ‘মাস্ট উইন’ ম্যাচ না হলেও লাৎসিওর বিপক্ষে জিততে মরিয়া বায়ার্ন। দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনও বললেন, তাঁর সব মনোযোগ এখন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ নিয়ে, ‘(লেভারকুসেনের বিপক্ষে) আমরা ভালো খেলতে পারিনি...যখনই বল পেয়েছি, সেটা সরাসরি ওদেরকে দিয়ে দিয়েছি। এটা হতাশার। আমরা ভিন্ন ফল চেয়েছিলাম। তবে এখন আমাদের মনোযোগ চ্যাম্পিয়নস লিগের পরের ম্যাচে।’
আর কোচ টুখেল লাৎসিওর বিপক্ষে লড়াই নিয়ে বললেন, ‘কোচ হিসেবে কখনো আমি লাৎসিওর মুখোমুখি হইনি। তবে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য মুখিয়ে আছি। সমর্থকগোষ্ঠী নিয়ে লাৎসিও গুরুত্বপূর্ণ একটি ক্লাব। তাদের অভিজ্ঞ একজন কোচ (মরিসিও সারি) আছেন, যিনি সব সময় আপনাকে চমকে দেওয়ার জন্য প্রস্তুত।’
শেষ ষোলোর আরেক ম্যাচে আজ কিলিয়ান এমবাপ্পেদের পিএসজি আতিথেয়তা দেবে স্প্যানিশ দল রিয়াল সোসিয়েদাদকে।