Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রতিবাদের কেন্দ্রবিন্দু শহরের ছোট্ট তাঁবু

রয়টার্স, কলম্বো

প্রতিবাদের কেন্দ্রবিন্দু শহরের ছোট্ট তাঁবু

শহরের ভেতর সবুজ ঘাসে ঢাকা ছোট এক জায়গা। রাতে এখানে বসলে দেখা যায় শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোর নান্দনিক সব ভবনের জমকালো আলো। আধুনিক এবং উন্নত এক শহরের প্রতিচ্ছবি যেন। এর খুব কাছেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয়। কলম্বোর ওয়াটার ফ্রন্টসংলগ্ন ঔপনিবেশিক যুগের প্রেসিডেন্ট ভবনের অদূরের এই জায়গায় ইদানীং দেখা যাচ্ছে একটি হাতে লেখা বোর্ড। তাতে লেখা রয়েছে ‘গোটা-গো গ্রাম’।

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বিদ্যুতের ঘাটতিসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কা। এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে অর্থনৈতিক সংকটে পড়া পুরো দেশ। কলম্বোতে প্রায় প্রতিদিন রাজাপক্ষে সরকারের পদত্যাগের দাবিতে চলছে বিক্ষোভ। আর এ বিক্ষোভের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ‘গোটা-গো গ্রাম’।

প্রতিদিন ভিন্ন ধর্ম, জাতি এবং সামাজিক গোষ্ঠীর হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। তাঁদের একটা অংশ রাতে থেকে যান সবুজ ঘাসে ঢাকা ছোট এ জায়গায়। এখানে রয়েছে প্রায় দুই ডজন তাঁবু। পবিত্র রমজান মাসে নির্ধারিত সময়ে এখানেই সাহ্‌রি ও ইফতার করছেন মুসলিমরা।

গত মঙ্গলবার রাতে প্রচুর বৃষ্টির মধ্যেই রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। রাজাপক্ষে সরকার পদত্যাগ না করা পর্যন্ত এখান থেকে যাবেন না বলে জানিয়েছেন তাঁরা। তবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এক টেলিভিশন ভাষণে বলেন, তাঁদের এ বিক্ষোভ চলমান উন্নতির প্রচেষ্টাকে আরও বাধাগ্রস্ত করছে। এরই মধ্যে গতকাল বিক্ষোভকারীদের আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

এদিকে গতকাল মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা ও অভিশংসনের প্রস্তাবে স্বাক্ষর করেছে দেশটির প্রধান বিরোধী দল।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ