ধূমপান নিরুৎসাহিত করতে তামাকজাত পণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
গতকাল বনানীতে বিডি ক্লিন আয়োজিত পরিত্যক্ত সিগারেট ফিল্টারের কুফল নিয়ে সচেতনতামূলক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিডি ক্লিন সদস্যরা সারা দেশের রাস্তাঘাট থেকে সংগৃহীত পরিবেশদূষণকারী ৫ কোটি সিগারেট ফিল্টার এবং ৩০ লাখ পরিত্যক্ত প্লাস্টিক বোতল নিয়ে যে অভিনব প্রদর্শনীর আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় কাউন্সিলর এবং বিডি ক্লিনের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন।