নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিয়ে শ্রমিক খাতে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। শ্রমিক নেতাদের কেউ দুভাগে বিভক্ত করতে পারবে না। দেশের কল্যাণে এবং শ্রমিকদের উন্নয়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
জাতীয় শ্রমিক লীগ রাঙামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিবহন শ্রমিক নেতা রুহুল আমিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে গতকাল বুধবার এসব কথা বলেন শ্রমিক নেতারা।
তাঁরা শ্রমিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা আগামী দুই দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানান।
জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোক্তারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শামছুল আলম, শ্রমিক লীগের সহসভাপতি আবুল হাসেম, রাঙামাটি জেলা মিনি ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর চৌধুরী, শ্রমিক নেতা কাজী জালোয়া, রাঙামাটি শ্রমিক লীগের সহসভাপতি মো. আজগর আলি।
নেতারা বলেন, ২৭ ডিসেম্বর ষড়যন্ত্রমূলক যে নির্বাচন হয়েছে, তা আমরা কখনই কামনা করিনি। এ ষড়যন্ত্রমূলক নির্বাচন শ্রমিকদের বিভক্ত করে দিয়েছে। নির্বাচন কমিশনের যোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে।