হোম > ছাপা সংস্করণ

সমাজকল্যাণমন্ত্রীর পরিবারের বকেয়া বিদ্যুৎ বিল ১,৭১,৭৩৬ টাকা

লালমনিরহাট প্রতিনিধি

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তাঁর বাবা ও ছেলের নামে থাকা চারটি বিদ্যুৎ-সংযোগের বিপরীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) বকেয়া ১ লাখ ৭১ হাজার ৭৩৬ টাকা বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে এক এজেন্টের দোকান থেকে ওই টাকা পাঠানো হলেও বিল পরিশোধের তারিখ ৩১ আগস্ট ২০২৩ দেখানো হয়েছে।

তবে মন্ত্রীর ভাই সামসুজ্জামান আহমেদ ভুট্টুর বকেয়া ৭ লাখ ২৫ হাজার ১৪৪ টাকা পরিশোধ করা হয়নি। ভুট্টুর দায় মন্ত্রী বা তাঁর ছেলে নেবেন না বলে জানানো হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত খবরে মন্ত্রীর বাড়ির মাসিক বিল ৩২, ৩৭, ৫২, ৬৫, ৭২ টাকা বলা হলেও তা বিদ্যুৎ ব্যবহারের ওপর নয়। নেসকোর উপসহকারী প্রকৌশলী রেজোয়ানুল ইসলাম বলেন, ৩২, ৩৭ বা ৫৭ টাকা ব্যবহৃত বিদ্যুতের বিপরীতে কোনো বিল নয়। এটাকে বলা হয় ডিমান্ড চার্জ। ব্যবহারকারীর বিদ্যুৎ -সংযোগ সচল আছে কিন্তু গোটা মাসে ব্যবহার হয়নি, এমন ক্ষেত্রে ডিমান্ড চার্জ করা হয়।  

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য। তাঁর বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে। তাঁর ছেলে রাকিবুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মন্ত্রীর বাবা প্রয়াত করিম উদ্দিন আহমেদও ছিলেন সংসদ সদস্য।

জানা গেছে, একটি সেচপাম্পসহ ওই তিনজনের নামে থাকা চারটি সংযোগের বিপরীতে নেসকোর মোট বকেয়ার পরিমাণ ছিল ১ লাখ ৭১ হাজার ৭৩৬ টাকা। গতকাল রাত পৌনে আটটার দিকে সে বিল পরিশোধ করা হয়। বাড়িতে মন্ত্রী ও তাঁর ছেলের নামে রয়েছে দুটি পৃথক আবাসিক বিদ্যুৎ সংযোগ। মন্ত্রীর বাবার নামে কালীগঞ্জ বাজারে আছে একটি বাণিজ্যিক সংযোগ। অপর দিকে উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম এলাকায় মন্ত্রীর নামে রয়েছে অপর একটি সেচপাম্পের সংযোগ।  

নেসকোর কালীগঞ্জ অফিস জানিয়েছে, পরিশোধের জন্য গতকাল দুপুরে অফিস থেকে বিল সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন বা আইনি পদক্ষেপ নেওয়া না হলেও বিল পরিশোধের জন্য মৌখিকভাবে জানানো হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন