Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

১৫ জুলাই শোভন-সোহিনীর বিয়ে

বিনোদন ডেস্ক

১৫ জুলাই শোভন-সোহিনীর বিয়ে

বিয়ের পিঁড়িতে বসছেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে বিয়ে করছেন তিনি। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৫ জুলাই সমস্ত জল্পনার অবসান শেষে চার হাত এক হচ্ছে তাঁদের। মাসখানেক আগে শোভন ও সোহিনী একসঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো ভ্রমণ করেছেন। সেখানে আংটি বদলও করেন তাঁরা। এবার একসঙ্গে সংসার পাতার পালা।

১৫ জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার একটি খামারবাড়িতে গাঁটছড়া বাঁধবেন তাঁরা। আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে এদিন আইনি বিয়ে সারবেন শোভন-সোহিনী। সকালে হবে গায়েহলুদের আয়োজন। বিয়ের আগের দিন বন্ধুবান্ধবদের সঙ্গে পুল পার্টি করবেন তাঁরা। বিয়ের দুই দিন পর ১৭ জুলাই শোভনের বাড়িতে হবে ঘরোয়া বউভাত। এ আসরটি শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে নভেম্বরে জমজমাট রিসেপশনের আয়োজন করবেন তাঁরা, এমনই জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

গত বছর যিশু সেনগুপ্তর আয়োজনে রবীন্দ্রজয়ন্তীতে আলাপ হয় সোহিনী-শোভনের। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। ঠিক তার আগেই অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনেছিলেন সোহিনী। অন্যদিকে স্বস্তিকা দত্তের সঙ্গে শোভনের সম্পর্কও তত দিনে শেষ হয়ে গেছে। ফলে নিজেদের সম্পর্কের বিষয়টি গোপনই রাখতে চেয়েছিলেন সোহিনী ও শোভন। তবে মাঝেমধ্যে ভুলবশত দুজনের একসঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যদিও কিছুক্ষণ পরই সেগুলো মুছে ফেলা হয়।

শোভন ও সোহিনী দুজনেই এর আগে ছিলেন অন্য সম্পর্কে। রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন সোহিনী। অন্যদিকে শোভনের সঙ্গে প্রেম ছিল গায়িকা ইমন চক্রবর্তীর। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর শোভনের জীবনে আসেন স্বস্তিকা দত্ত। কেন ভেঙেছিল ইমনের সঙ্গে শোভনের প্রেম? তা নিয়েও জল ঘোলা কম হয়নি। জানা যায়, ইমনকে নিয়ে শোভনের মায়ের তির্যক মন্তব্যই নাকি ছিল এই ভাঙনের নেপথ্যে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ