Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিদ্রোহীতে অস্বস্তি আ.লীগে

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

বিদ্রোহীতে অস্বস্তি আ.লীগে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের ৫ ‘বিদ্রোহী’ প্রার্থী। এ ছাড়া আরও ৫ স্বতন্ত্র প্রার্থী এতে অংশ নিচ্ছেন নির্বাচনে। এতে আওয়ামী লীগের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইতিমধ্যে দল থেকে ১ জনকে বহিষ্কার ও ৪ জনকে শোকজ করা হয়েছে।

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাটিরাঙ্গার ৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই চেয়ারম্যান পদে ১৭, সংরক্ষিত (নারী) সদস্য পদে ৫৫ ও সাধারণ সদস্য পদে ২০৩ জন নির্বাচনী ভোটযুদ্ধে নেমেছেন।

আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তাইন্দং ইউপিতে মো. পেয়ার আহম্মদ মজুমদার, তবলছড়িতে নুর মোহাম্মদ, বড়নালে মো. ইউনুস মিয়া, গোমতিতে মো. তফাজ্জল হোসেন, বেলছড়িতে মো. রহমত উল্লাহ, মাটিরাঙ্গায় হেমেন্দ্র ত্রিপুরা ও আমতলিতে মো. আবদুল গণি।

এদিকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাইন্দং ইউপিতে মোটরসাইকেল প্রতীকে মো. তনু মিয়া, চশমা প্রতীকে মো. সিরাজুল ইসলাম ও আনারস প্রতীকে বিদ্রোহী প্রার্থী মো. হ‌ুমায়ূন কবীর। বড়নালে আনারস প্রতীকে মো. মজল হক ও চশমা প্রতীকে বিদ্রোহী প্রার্থী মো. ইলিয়াস; গোমতিতে আনারস প্রতীকে বিদ্রোহী প্রার্থী মো. ফারুক হোসেন, বেলছড়িতে আনারস প্রতীকে বিদ্রোহী প্রার্থী মো. মামুন, আমতলীতে আনারস প্রতীকে বিদ্রোহী প্রার্থী হয়েছে মো. জমির আলী, তবলছড়িতে আনারস প্রতীকে মো. আবুল কাশেম ভূঁইয়া এবং মাটিরাঙ্গায় আনারস প্রতীকে ত্রিপনজয় ত্রিপুরা।

এদিকে দলীয় প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করায় শোকজ করা হয়েছে মো. ফারুক হোসেন, মো. মামুন, মো. হ‌ুমায়ূন কবির, মো. ইলিয়াস। বিদ্রোহী প্রার্থী হওয়ায় মো. জমির আলীকে বহিষ্কার করা হয়েছে। দলের বিপরীতে প্রচারণা করতে গিয়ে ইতিমধ্যে পদ হারিয়েছেন তবলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মো. জামাল উদ্দীন ও যুগ্ম সম্পাদক মো. ইসমাঈল হোসেন।

বহিষ্কার হওয়া মো. জমির আলী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেও দলীয় মনোনয়ন পেলাম না। অথচ দলে সক্রিয় না থেকেও কেউ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ নিয়ে নেতা–কর্মীদের লুকায়িত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আমরা দলের বিপরীতে নির্বাচন করতে বাধ্য হয়েছি। জয়ী হয়ে এটার প্রমাণ দেব।’

গোমতি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফারুক হোসেন ও তাইন্দং ইউনিয়ন যুবলীগ সহসভাপতি মো. হ‌ুমায়ূন কবির বলেন, নির্বাচনে যোগ্য প্রার্থীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দেওয়ায় তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তাঁরা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বলেন, দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করায় ৪ বিদ্রোহী প্রার্থীকে খাগড়াছড়ি আওয়ামী যুবলীগ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া মাটিরাঙ্গা ও তবলছড়ির দুই প্রার্থীসহ অন্য স্বতন্ত্র প্রার্থীরা দলের সঙ্গে কোনো রকম সম্পৃক্ত না থাকায় তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সাতটি ইউপিতে নৌকা প্রতীকই বিজয়ী হবে বলে তিনি মন্তব্য করেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ