নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, ‘মহাজোট সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশের ভেতরে-বাইরে ষড়যন্ত্র শুরু হয়েছে। করোনা মহামারিতে বিশ্বে অর্থনৈতিক বিপর্যয়ের সময় এ সরকার উন্নয়নের গতিধারা সমুন্নত রেখেছে। যারা এ দেশে রক্তপাত ঘটিয়েছে, বোমাবাজি করে মানুষ হত্যা করেছে, দেশকে বিশ্বের কাছে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চেয়েছে, আমরা তাঁদের দ্বিতীয়বার ক্ষমতায় আসতে দেব না।’
নারায়ণগঞ্জ শহরের আলাউদ্দিন খান স্টেডিয়ামে গতকাল বিকেলে খাজাবাবা ফরিদপুরীর ওরস শরিফ উপলক্ষে ঢাকা বিভাগীয় দাওয়াতি ইসলামী মহা জলছা অনুষ্ঠানে ফয়সল মুজাদ্দেদী এসব কথা বলেন।
অনুষ্ঠান চলার সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী জাকের পার্টির চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আগামী সিটি করপোরেশনের নির্বাচনে তাঁর দোয়া ও সমর্থন চান। পরে জাকের পার্টির চেয়ারম্যান মেয়র আইভীকে দোয়া করে তাঁর সমর্থন রয়েছে বলে ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির ভাইস চেয়ারম্যান সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী, অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল।