টানা দুদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম ফের শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এদিকে, ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্ট যাত্রীদের দেশে ফেরা চালু ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। সরকারি ছুটির কারণে কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে এ দিনও বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। গতকাল শনিবার সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে।’