Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আইভী-তৈমূরসহ ৬ জনের প্রার্থিতা বৈধ

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আইভী-তৈমূরসহ ৬ জনের প্রার্থিতা বৈধ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারসহ ৬ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ঋণখেলাপি ও অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রার্থিতা বাতিল হয়েছে ২ জনের প্রার্থিতা।

গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার এ ঘোষণা দেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইভী ও তৈমূর ব্যতীত অন্যান্য প্রার্থীরা হচ্ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিশের এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জসীম উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ ও কামরুল ইসলামের প্রার্থিতা।

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৬৬ জনের মধ্যে ১৬২ জনের মনোনয়ন বৈধ ও ৪ জনের বাতিল করা হয়েছে। আর ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জনের মধ্যে ৩৪ জনের মনোনয়ন বৈধ ও ২ জনের বাতিল করা হয়েছে।’

প্রার্থীদের উদ্দেশে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘নির্বাচনে সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। একে অন্যের প্রতি সহনশীল হবেন। প্রতীক বরাদ্দ দেওয়ার পরেই প্রচারণ প্রচারণা শুরু করবেন। যদি কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন। তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবার সহযোগিতায় আমরা সুন্দর একটি নির্বাচন করতে চাই।’

মাহফুজা আক্তার আরও বলেন, ‘যাঁদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাঁরা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। আপিলের পরেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, অনেকে প্রতীক বরাদ্দের দিন মিছিল করে এখানে আসেন; এটি ঠিক নয়। ২৮ তারিখ থেকে প্রচারণা করবেন। এর ব্যত্যয় হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ