ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশার নিবন্ধন ফি পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম কমিটি। গতকাল সোমবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন।
এ সময় বক্তারা বলেন, যাত্রীদের কাছে ব্যাটারিচালিত রিকশা খুব দ্রুত গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু, এই রিকশার লাইসেন্সের নামে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে। এতে মালিক-শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং ক্ষোভ দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের ওপর হামলা নির্যাতন এবং জোরপূর্বক টাকা আদায় বন্ধ করারও দাবি জানানো হয়। একই সঙ্গে মালিক, শ্রমিক ও পৌর পরিষদ আলোচনার মাধ্যমে চলমান সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জানানো হয়। সমস্যার সমাধান উদ্যোগ না নেওয়া ধর্মঘটের মতো কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয়। এ ছাড়া আগামী ২১ নভেম্বর শহীদ মিনারে সমাবেশ ও মেয়র বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।
প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা আলমগীর হোসেন দুলাল, তবারুক উল্ল্যা, জি এম বাদশা, সংগঠনের নেতা খোরশদ আলম, মোহাম্মদ আলী, নান্নু মৃধা, রেজাউল হক, রেজাউল ভুঁইয়া, মালেক প্রমুখ।